১৫৭ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার ব্যবস্থা করল শান্তিনিকেতন থানা

0
1055

ইন্দ্রজিৎ রায়, দেশের সময় শান্তিনিকেতন

বিগত কয়েকদিনের ন্যায় শুক্রবারও বীরভূম পুলিশ প্রশাসনের উদ্যোগে বিহার ও ঝাড়খন্ড সীমান্তবর্তী পাকুড় ও দুমকা এলাকার ১৫৭ জন শ্রমিককে ঘরে ফেরার ব্যবস্থা করল শান্তিনিকেতন থানা।

রাজ্য সরকারের দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগমের তিনটি বাসের ব্যবস্থা করা হয় এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য। তার আগে সমস্ত শ্রমিক তথা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়। তিনি আরো জানান যেহেতু দীর্ঘ রাস্তা তাই এই মানুষজনের জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী, পানীয় জল সহ মাস্ক এর ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রা পথে কোন অসুবিধা না হয়। নিচে রইল এদিনের কিছু ছবি:

বিজ্ঞাপণ:
Previous articleজুলাই শেষেই ভারতের বায়ুসেনার হাতে আসছে চারটি রাফাল ফাইটার জেট
Next articleঅস্ত্রচুক্তি: ভারত সাবমেরিন বিধ্বংসী ২৪টি মাল্টিরোল-রোমিও কপ্টার কিনছে আমেরিকা থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here