দেশের সময়, ওয়েব ডেস্ক:- বর্ষ শেষের সন্ধিক্ষণে হাবরা পৌরসভার উদ্যগে আয়োজিত হলো শিশু উৎসব। রবিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সজ্জিত হয় হাবরা দেশবন্ধু পার্ক। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি পৌর এলাকার সকল শিশুদের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে শিশু উৎসবের মাহাত্ম্য। বসে আঁক সহ একাধিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলবে এই অনুষ্ঠান।