স্বাধীনতা দিবসের আগে এলইডি আলোতে সেজে উঠল সংসদ ভবন

0
312

দেশের সময়ঃ ৭৩তম স্বাধীনতা দিবসের আগে আলোর মালায় সেজে উঠল সংসদ ভবন। মঙ্গলবার রাতে ৮৭৫টি এলইডি লাইট সাজিয়ে দেওয়া হল সংসদের ১৪৪টি পিলারে। আলোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা।

সংসদ ভবনের আলোকসজ্জার ছবি টুইট করেন নরেন্দ্র মোদী। খুব কম বিদ্যুৎ খরচে নতুন এলইডি আলো সংসদের শোভাই বাড়াবে না, বিদ্যুতের খরচও অর্ধেক করে দেবে। প্রতিটি পিলারের উচ্চতা ২৭ ফুট। জানা গেছে, কয়েক সেকেন্ড অন্তর বদলে যাবে আলোর রঙ।

দেখে নিন ছবি-


রাতে কয়েক সেকেন্ড অন্তর বদলাবে আলোর রঙ।

কখনও লাল, কখনও ম্যাজেন্টা, কখনও তেরঙা, আবার কখনও রামধনুর আলো খেলবে সংসদ ভবনে।

Previous articleকাশ্মীর তোমাদের নয়,ভারতের, নিজের দেশকেই তুলোধনা পাকিস্তানি ইমামের
Next article৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প,কন্যাশ্রী দিবসে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here