স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এল ২০২০ সাল

0
743

দেশের সময়: নতুন বছরের শুরু থেকেই তিন বদল নিলে এল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এল ২০২০ সাল।

সুদ কমল গৃহঋণে

গৃহঋণে সুদ কমানোর কথা আগেই ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২০ সালের প্রথম দিন থেকেই তা কার্যকর হল। এখন ৮.১৫ শতাংশ হারে গৃহঋণ দেয় এসবিআই। নতুন বছরে মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ হবে। অন্যদের ক্ষেত্রে সেই হার হবে ৭.৯৫ শতাংশ।

এটিএম-এ লাগবে ওটিপি

আজ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে ব্যবহার করতে হবে ওটিপি (One Time Password) । রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ১০ হাজারের বেশি টাকা এটিএম থেকে তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবহার করতে হবে।

নতুন চিপ কার্ড

ম্যাগনেটিক স্ট্রিপ লাগানো পুরনো ক্রেডিট বা ডেবিট কার্ডের বদলে ২০২০ সাল থেকে পুরোপুরি চালু হল চিপ লাগানো নতুন কার্ড। নতুন কার্ডে রয়েছে ম্যাগনেটিক স্ট্রিপের বদলে ইএমভি চিপ, ওটিপি ধাঁচের পিন কোড। এই তিন সংখ্যার কোডের কারণে এই কার্ডে লেনদেন পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত।

Previous articleমমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফসল কল্যাণী এইমসে পঠন পাঠন শুরু
Next articleরাজ্য সরকারি কর্মীদের খুশিতে বর্ষবরণ,নতুন বছরে নতুন বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here