সোমবার থেকে ট্রাক ধর্মঘট বাংলায়!অগ্নিমূল্য হওয়ার সম্ভাবনা জিনিসের দাম

0
628

দেশের সময় ওয়েবডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ঠেলায় সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এরমধ্যে টানা তিন দিনের ট্রাক ধর্মঘট বাংলায়। ফলে তিন দিনের এই ধর্মঘটে মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও কয়েকগুণ বেড়ে গেল। কিন্তু কী কারণে ধর্মঘট? কেন্দ্রীয় সরকারের আইন রাজ্য সরকার না মানা, সিভিক ভলান্টিয়ার ও পুলিশের জুলুমবাজির কারণেই প্রতিবাদে সোমবার থেকে রাজ্যে তিন দিনের ট্রাক ধর্মঘট হতে চলেছে বলে জানা গিয়েছে।

ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ট্রাকে বাড়তি লোডিংয়ের বিষয়ে যে আইন চালু করেছেন, এ রাজ্য সরকার তা এখানে বলবৎ হতে করছে না। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন রাস্তায় ট্রাকচালকদের উপর সিভিক ভলান্টিয়ার ও পুলিশের তেলা আদায়ের নিত্য তোলাবাজিতে খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই। সেই কারণে উপায় না দেখে তাঁরা তিন দিনের জন্যে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন। যদিও পুজোর মুখে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতেই এই ধর্মঘটের ডাক বলে মনে করছে শাসক দল তৃণমূল।

রাজ্য সরকার অবশ্য ট্রাক চালকদের দাবি মানতে রাজি নয়। কারণ ওভার লোডিং নিয়ে ট্রাক মালিকরা যে দাবি করেছেন, তা মানা সম্ভব নয় বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রশাসনের তরফে বলা হচ্ছে, অতিরিক্ত ওভার লোডিংয়ের কারণে বাংলার বহু রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। বারবার রাস্তা সারাই করতে হচ্ছে। এরফলে সরকারের কোষাগার দেদার খরচ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সংকটও উত্তোরত্তর বাড়ছে। তাই ট্রাক মালিকদের ওভার লোডিংয়ের দাবি মানা সম্ভব নয়।

উল্লেখ্য সম্প্রতি ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভিন রাজ্য থেকে আসা ট্রাকগুলি থেকেও করোনা ছড়াচ্ছে রাজ্যে। যদিও ট্রাক মালিকরা সেই দাবির প্রেক্ষিতে কিছু বলতে চাননি। তবে, তাঁদের অভিযোগ, রাজ্যে একাধিক জায়গায় ট্রাক চালকদের উপর জুলুমবাজি চলছে। পুলিশ এবং মোটর ভেহিকলস দফতরের আধিকারিকদের হাতেও হয়রানির শিকার হতে হচ্ছে ট্রাক চালকদের। অন্য রাজ্য থেকে আসা ট্রাকগুলি থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। ফলে যে খরচ তাঁদের মাল বহন করতে হচ্ছে, লাভ হচ্ছে না সেই অনুযায়ী। সব মিলে সরকার-ট্রাক মালিকদের টানাপোড়েনে সাধারণ মানুষেরই ভোগান্তির আশঙ্কা বাড়ছে।

রাজ্যে আলু পেঁয়াজ ও তরি-তরকারির রীতিমতো আকাশছোঁয়া হয়ে উঠছে। ব্যাপক হারে দাম বেড়েছে ডিমেরও। এরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ডিম লাগে তার অধিকাংশই আসে অন্ধপ্রদেশ-সহ অন্যান্য রাজ্য থেকে। ট্রাক ধর্মঘটের কারণে রাজ্যে সেই ডিমের দাম আরও কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্কা।

Previous articleকোভিড নিয়ম ভাঙবেন না,বাড়িতে বসেই উৎসব পালন করুন,সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
Next articleঅত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, মস্তিষ্কে এমআরআই হতে পারে আজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here