সুরাটের পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার দাবি নিয়ে বিক্ষোভে,পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

0
778

দেশের সময় ওয়েবডেস্কঃ বাড়ি ফিরতে পারছেন না। হেলদোল নেই সরকারের। ফের পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গুজরাটের সুরাট। বাধে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বাড়ি ফেরার দাবি জানিয়ে শনিবার সুরাটের রাস্তায় নামেন শ’‌য়ে শ’‌য়ে পরিযায়ী শ্রমিক। পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এমনকী কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। সম্প্রতি বেশ কয়েকবার এই ঘটনা ঘটে গিয়েছে সুরাট সহ গুজরাটের বেশ কয়েকটি এলাকায়। শনিবারের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে জানা গিয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি। লকডাউনের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা। রোজগার নেই। খাবার জুটছে না। মাথা গোঁজার জায়গা নেই। বাড়িও ফিরতে পারছেন না তাঁরা। সুরাটের বহু শ্রমিক এসেছেন ওডিশা থেকে। ওদিকে ওডিশা সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, করোনা পরীক্ষা না করে কোনও শ্রমিকা রাজ্যে ফিরতে পারবেন না। আর সেই কারণেই বরাদ্দ তিনটি ট্রেনও বাতিল করে দেওয়া হয় ওডিশার নবীন পট্টনায়ক সরকারের পক্ষ থেকে।  

Previous article‘হয় প্রমাণ করুন, নয় ক্ষমা চান’অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
Next articlePolitics of labour & corona cropping 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here