সাদা পতাকা হাতে পাঁচ অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যাও পাকিস্তানকে বলল ভারত

0
891

দেশের সময় ওয়েবডেস্কঃ সাদা পতাকা হাতে পাঁচ অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যেতে পাকিস্তানকে বলল ভারত। সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ৩৬ ঘণ্টা আগে জম্মু–কাশ্মীরের কেরান সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের পাঁচ–সাতজন সদস্য।

সেসময় সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয় পাঁচজন। তারপর থেকে নিয়ন্ত্রণরেখার উপরেই পড়ে রয়েছে দেহগুলি। গোলাগুলি চলতে থাকায় পাকিস্তানের তরফে দেহগুলি নিয়ে যাওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। মৃতদেহগুলির নিয়ম মেনে সৎকারের জন্যই শনিবার সেগুলি নিয়ে যেতে পাকিস্তানকে বলেছে ভারত। যদিও ভারতের বক্তব্যের কোনও প্রত্যুত্তর রবিবার পর্যন্ত দেয়নি পাকিস্তান।

পাকিস্তানের বিশেষ বাহিনী এবং জঙ্গিদের নিয়ে নিয়ন্ত্রণরেখায় হামলা চালানোর লক্ষ্যেই ব্যাট গড়েছে পাকিস্তান। শনিবারই সোপিয়ান এবং বারামুল্লার সোপোরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে মোট চারজন জৈশ জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরি এম২৪ স্নাইপার রাইফেল এবং পাকিস্তানি অর্ডন্যান্স ফ্যাক্টরি বা পিওএফ লেখা আইইডি এবং মাইন।

Previous articleDesher Samay E paper
Next articleকাশ্মীরে কি বড় অপারেশনের পথে সাউথ ব্লক!অজিত ডোভাল, গুপ্তচর-গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here