শুভেন্দুর সভার আগেই পোস্টার যুদ্ধে সরগরম রামনগর এলাকা

0
1195

দেশের সময় ওয়েবডেস্কঃ সূর্যের তাপে সমুদ্রতটের বালি যেমন তেতে ওঠে তার চেয়েও যেন তপ্ত উপকূলের রামনগর। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার আগেই পোস্টার যুদ্ধে সরগরম এলাকা।


নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে রামনগর আরএস ময়দানে বৃহস্পতিবার সভা করবেন শুভেন্দু। সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কিন্তু তার আগে পোস্টার পাল্টা পোস্টারে যেন যুদ্ধ যুদ্ধ পরিবেশ। শুভেন্দু অনুগামীদের পোস্টারের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিংয়ে রামনগর বাজার ভরিয়ে দিয়েছেন বিধায়ক অখিল গিরির লোকজন।


অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির নামে সেইসব হোর্ডিং পড়েছে রামনগরের মোড়ে মোড়ে। শুভেন্দুর আজকের সভার পাল্টা রামনগরে তৃণমূলের ব্যানারে সভা ডেকেছিলেন অখিল। কিন্তু রাজ্য তৃণমূল নেতৃত্ব তাতে নিষেধাজ্ঞা জারি করায় সভা না হলেও নজিরবিহীন পোস্টার রাজনীতি দেখল রামনগর।

জেলার রাজনীতিতে শুভেন্দু, শিশির অধিকারীদের সঙ্গে অখিল গিরির বরাবরই বৈরিতার সম্পর্ক। সাম্প্রতিক সময়ে তা আরও জোরালো হয়েছে। একদিকে যেমন রাজ্য তৃণমূল নেতৃত্ব বরফ গলাতে মরিয়া প্রয়াস চালাচ্ছে অন্যদিকে অখিল আদাজল খেয়ে শুভেন্দুর বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছেন। পর্যবেক্ষকদের মতে, দাদার অনুগামীরা যেমন শুভেন্দুর প্রচারে ব্যস্ত পাল্টা অখিল বোঝাতে চইছেন দিদি ছাড়া দাদা কিছুই নন।

কয়েকদিন আগে রামনগরে গিয়ে শুভেন্দু বলেছিলেন ১৯ নভেম্বর অনেক কিছু বলব। সেদিকেই চোখ আজ সকলের। তৃণমূলও তাকিয়ে রয়েছে শুভেন্দু কী বলেন সেদিকে। কিন্তু তার আগে চোখ টেনে নিল পোস্টারের লড়াই।

Previous articleসিবিআই তদন্তে আবশ্যক রাজ্যের সম্মতি,রায় দিল সুপ্রিম কোর্ট
Next articleমুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি,দলও ছাড়িনি আমি এখনও রাজ্যের মন্ত্রী:শুভেন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here