শরীর অর্থ প্রেম, জেনে নিন আজকের দিনটি আপনার রাশির জন্য কেমন

0
626

রাশিফল

মেষ
শরীর
কয়েকদিন ছুটি নিয়ে ঘুরে আসুন। শরীরের চেঞ্জের দরকার।
অর্থ
আর্থিক লাভের দিন আজ। চেষ্টা করুন হিসেব করে খরচ করতে।
প্রেম
দুজনের বোঝাপড়া এতটাই ভালো থাকবে, যে শব্দের দরকার হবে না। চোখের ভাষাতেই দুজনে দুজনকে বুঝতে পারবেন।

বৃষ
শরীর
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বিপদের সম্ভাবনা আছে।
অর্থ
কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। ফল ভালো হবে না তাতে।
প্রেম
কাজের চাপ থাকলেও তাঁকে সময় দিতে চেষ্টা করুন। নইলে বেশ কিছুটা অশান্তি হতে পারে।

মিথুন
শরীর
অসুস্থতা কাটাতে বাড়ির বাচ্চাদের সাথে খেলাধুলো করুন। ভালো থাকুন।
অর্থ
কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন।
প্রেম
দুজনে মিলে কোথাও বেরিয়ে আসুন। দেখুন সমস্যা মিটে যাবে।

কর্কট
শরীর
শরীরের দিকে নজর তো দিতেই হবে। পেটের গণ্ডগোল কাটাতে পেঁপে, উচ্ছে, কাঁচকলায় ভরসা রাখুন।
অর্থ
বাজার করতে গিয়ে সব টাকা খরচ করে ফেলবেন না। দিনের শেষে আপনারই আফশোস হবে।
প্রেম
আত্মীয়রা সবসময়ে ভালো কাজে আসেন, তা কিন্তু একেবারেই নয়। চেষ্টা করুন তাঁদের থেকে দূরে থাকতে।

সিংহ
শরীর
উত্তেজিত হবেন না অযথা। প্রেশার এবং সুগারের সমস্যা বাড়ার সম্ভাবনা আছে আজ।
অর্থ
পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা আপনার জন্য খুব একটা সুখের হবে না।
প্রেম ভালো কাটবে সময়, তাই অযথা চিন্তা করার দরকার নেই।

কন্যা
শরীর
ছবি আঁকা হোক, বা গান শোনা-যা করতে ভালোলাগে তাই করুন। নইলে পারিপার্শ্বিক চাপে হয় তো প্রেশার বাড়তে পারে।
অর্থ
আজ মানিব্যাগ হারিয়ে ফেলতে পারেন। তাই টাকা পয়সা নিয়ে সজাগ, সচেতন থাকতে হবে আপনাকে।
প্রেম
প্রিয় মানুষটি আজ হয় তো একটু অসুস্থ হয়ে পড়তে পারেন, তাঁকে নিয়ে চিন্তায় কাটবে সারাদিন।

তুলা
শরীর
আজ আপনার শরীর বিশ্রাম চাইবে। চেষ্টা করুন, কাজের চাপ উপেক্ষা করে নিজেকে একটু সময় দিতে।
অর্থ
বিনিয়োগের জন্য আজ সঠিক দিন নয়। চেষ্টা করুন, ধীরে সুস্থে এগোতে।
প্রেম
দুজনের পরিবারের যে চাপ, তা নিজেদের চেষ্টা করেই সামলে নিতে হবে।

বৃশ্চিক
শরীর
ভালো থাকতে প্রাণায়াম আর যোগাসনে ডুবে যান। নইলে শরীরে বাতের সমস্যা বাসা বাধবে।
অর্থ
আর্থিক দিকে আজ একটু সমস্যা হতে পারে। যাঁরা ধারে টাকা নিয়েছেন, তাঁদের উপর চাপ বাড়তে পারে।
প্রেম
সঙ্গীকে একটু প্যাম্পার করুন, তিনি একাবোধ করছেন কয়েক দিন ধরে।

ধনু
শরীর
একটু সময় দিন নিজেকে। সুস্থ থাকতে বই পড়ুন, গান শুনুন।
অর্থ
আজ এমন কিছুতে বিনিয়োগ করুন, যার বাজারদর ভবিষ্যতে বাড়তে পারে।
প্রেম
কাছের মানুষের কিছু ব্যবহার আজ আপনাকে বেশ কষ্ট দেবে।

মকর
শরীর
বেশি খাওয়া-দাওয়া করে ফেলবেন না। অ্যাসিডিটির সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হোন।
অর্থ
কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আজ। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন।
প্রেম
কিছুটা হলেও টানাপড়েন থাকবে সম্পর্কে। ঠাণ্ডা মাথায় সামলে নিতে হবে।

কুম্ভ
শরীর
বাড়ির লোকজনের আদর যত্নে আজ বেশ ফিট অ্যান্ড ফাইন থাকবেন। যে কোনও চাপ শরীর সহজেই সামলে নেবে।
অর্থ
পারিবারিক সাহায্যে লোন শোধ সহজেই করে ফেলবেন। তাই মেজাজ থাকবে ফুরফুরে।
প্রেম
কাছের মানুষ আজ আপনার যে কোনও সিদ্ধান্তকে সমর্থন করবেন।

মীন
শরীর
যথেষ্ট এনার্জেটিক থাকবেন আজ। অন্যদিনের চেয়ে বেশি সহজে যে কোনও কাজ করতে পারবেন।
অর্থ
দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে। চেষ্টা করুন, বুঝে শুনে খরচ করতে।
প্রেম
ভালো ভালো রান্না, দারুণ কেনাকাটা, ক্যান্ডল লাইট ডিনারের দিন আজ। উপভোগ করুন।

Previous articleতৃতীয়ার সন্ধ্যায় শ্রী ভূমিতে মানুষের ঢল
Next article‘‌বাংলায় উৎসব দেখার জন্য সকলকে স্বাগত,বিভেদ ছড়াবেন না,সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here