দেশের সময়, বনগাঁ: শতবর্ষে পা দিলো বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শতবর্ষ উদযাপনের সূচনা উপলক্ষে এদিন সকালে সাহেব বাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় স্কুলের বর্তমান ছাত্রী, প্রাক্তন ছাত্রী, অভিভাবক, শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং পরিচালন সমিতির সদস্যরা অংশ নেন। আদিবাসী নৃত্য, ধামসা, মাদলে রঙিন হয়ে ওঠে শোভাযাত্রা। যশোর রোড, মতিগঞ্জ হয়ে নীলদর্পণ এর সামনে এই শোভাযাত্রা শেষ হয়।
শুক্র এবং শনিবার বিদ্যালয়ের প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক বিভাগ আলাদাভাবে নীলদর্পণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পরবর্তীতে আরো বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে স্কুল সূত্রে জানা গেছে।
ছবি গুলি তুলেছেন- দিব্যেন্দু পোদ্দার এবং সোমা দেবনাথ।