লাদাখ থেকে সেনা প্রত্যাহার শুরু ভারত – চিনের

0
1228

দেশের সময় ওয়েবডেস্কঃ লাদাখ এলাকা নিয়ে ভারত ও চিনের সেনার মধ্যে আলোচনা শুরু হয়েছে। সপ্তাহখানেক আগে প্রথমবার বৈঠক করেন দুই দেশের সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠক আগামী দিনেও চলবে। বুধবার ফের দু’দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা। তার আগেই অবশ্য লাদাখ এলাকা থেকে সেনা প্রত্যাহার করা শুরু করল দুই দেশ।

বুধবার পূর্ব লাদাখের হট স্প্রিং এলাকায় বৈঠক হওয়ার কথা ভারত ও চিনের। তার আগেই এই সেনা প্রত্যাহার শুরু হয়েছে। জানা গিয়েছে প্যাঙ্গং লেক এলাকা বাদে বাকি এলাকা থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে চিন। ভারতের তরফেও তাই করা হচ্ছে।

আগামী কয়েক দিনের মধ্যে পেট্রলিং পয়েন্ট ১৪, পেট্রলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং প্রভৃতি এলাকায় বৈঠকে বসবেন দু’দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার জানিয়েছেন, ভারত যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে চায়। এর আগে দু’দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

শনিবারের বৈঠকে ভারতের তরফে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের মেজর জেনারেল লিউ লিন উপস্থিত ছিলেন।

এই বৈঠকের পরেই ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, খুব ভালো পরিবেশের মধ্যে এই বৈঠক হয়েছে। ভারত ও চিন দু’দেশই এই পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখতে রাজি হয়েছে। এর ফলে দু’দেশের সম্পর্কের উন্নতিও হবে।

অন্যদিকে চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর শান্তি বজায় রাখতে তৎপর দু’দেশ। সেই অনুযায়ী কাজ করা হবে।

কিছু সপ্তাহ আগে ভারত ও চিনের মধ্যে এই সমস্যার সূত্রপাত হয়। প্যাঙ্গং লেক এলাকায় টহল দেওয়ার সময় গত ৫ ও ৬ মে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে চিনা সেনা। লাঠি, রড নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর থেকেই এই এলাকায় অস্ত্র বাড়াতে শুরু করে চিন। সেনার বহরও বাড়ানো হয়। ভারতের তরফে চিনের এই কাজের সমালোচনা করা হয়।

তারপরেই অবশ্য দু’দেশ আলোচনা করতে রাজি হয়। গত সপ্তাহে প্রথম পর্যায়ের আলোচনা হয়। এই আলোচনা আগামী দিনেও চলবে। তার আগেই সেনা প্রত্যাহার করা শুরু করেছে দু’দেশ।

Previous articleঅগ্নিকান্ড,বাজির মতো পুড়ছে তার ,বিদ্যুৎ বিচ্ছিন্ন বনগাঁ জয়পুর এলাকা
Next articleমাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে প্রবেশ করছে বর্ষা,জানাল আলিপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here