বসিরহাটে দাঙ্গার পিছনে বিএসএফ,হাড়োয়ার নির্বাচনী জনসভায় মমতা

0
934

দেশেরসময়ওয়েবডেস্কঃ উঃ২৪পরগনার বসিরহাটের হাড়োয়ায় প্রচার সভা থেকে ফের মোদীকে কে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকা প্রার্থী নুসরত জাহানের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বসিরহাটে দাঙ্গা বাঁধিয়েছিল বিএসএফ।

বহিরাহতদের ঢুকিয়ে দাঙ্গা লাগানো হয়েছিল সেখানে। বসিরহাটের মানু্ষ দাঙ্গা করেননি বলে দাবি তাঁর। বিএসএফ কেন্দ্রের কথা মতো কাজ করে। আর কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার। যাঁদের কাজই দাঙ্গা লাগানো বলে অভিযোগ করেছেন তিনি।


গত পাঁচ বছরে কোনও কাজের হিসেব প্রধানমন্ত্রী দেননি। এই পাচ বছরে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে পশ্চিমবঙ্গ। নাম বদল নিয়ে এখনও সিদ্ধান্ত আটকে রেখেছে। ফণী নিয়ে মোদী যে দাবি করেছেন তা একেবারেই মিথ্যে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। কলাইকুণ্ডায় ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে যে বৈঠক মোদদী ডেকেছিলেন তাতে রাজ্যের মুখ্যসচিবকে ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি। আর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ফোন তোলেননি। একের পর এক মিথ্যে কথা বলে চলেছে মোদী সরকার এদিন এমনই অভিযোগ করেছেন মমতা।

Previous articleগননার দিন মেশিন খুললেই দেখা যাবে আমরা ৪২ এ ৪২- মমতা
Next articleঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here