লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, পড়ুন রাশিফল

0
688

মেষ/ARIES :

কাজের জায়গায় চাপ থাকবে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আজ। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে আজ। সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। বৈবাহিক জীবন খুবই মসৃণ হবে, পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন।যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন।

বৃষ / TAURUS রাশিফল :

যন্ত্র নিয়ে বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। নতুন করে আশার সঞ্চার হতে পারে। হারানো কোনও জিনিস উদ্ধার হতে পারে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ।

মিথুন GEMINI :


খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। সন্তানের জন্য কোনও কারণে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। তবে অংশীদারিতে লাভ রয়েছে। 

কর্কট CANCER :

বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। আজ বনিবনার অভাব হবে অনেকের সঙ্গেই৷

সিংহ LEO:

সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। আজ কর্মক্ষেত্রে এবং প্রেমেও সম্মান প্রাপ্তি। সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না, বাকি সময় ভালই কাটবে।  

কন্যা VIRGO :

অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। । শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। চাকরিতে আবেদন করতে পারেন। আজ ভাল সুযোগ রয়েছে। আর্থিক উন্নতি অর্থাৎ টাকা-পয়সার আগমন হবে।

তুলা LIBRA:

আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। কোমরে যন্ত্রণা বৃদ্ধি পাবে।


বৃশ্চিক SCORPIO :

গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে। অর্থ খরচের বিষয়ে সাবধানী হোন। অপ্রয়োজনীয় পণ্য কেনার ইচ্ছা ত্যাগ করুন। আজ দিন উদ্বেগেই কাটবে।

ধনু SAGITTARIUS :

আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

মকর CAPRICORN :

আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সাবধানে সিদ্ধান্ত নেবেন। 

কুম্ভ AQUARIUS :

কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগকে গুরুত্ব দেবেন না। পরিবার থেকে শোক সংবাদ আসতে পারে আজ।

মীন PISCES :

নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে শেষ করে নিন এই বেলা। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।

Previous articleফুটবলের যাদুকরের অবিস্মরণীয় কিছু গোল ও মুহূর্তের ভিডিও দেখুন
Next articleবিজেপি মিথ্যের ডাস্টবিন:দিদির বাঁকুড়া বক্তৃতার সেরা দশ পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here