রেলগেট বিভ্রাট,যানজটে নাকাল স্থানীয় মানুষ

0
814

দেশের সময় ওয়েব ডেস্কঃরানাঘাট শিয়ালদহ শাখায় পায়রাডাঙ্গা স্টেশন সংলগ্ন রেলগেট এ যান্ত্রিক গোলযোগ এর জন্য, অচল রেলগেট,তার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে সকাল থেকে৷স্থানীয় মানুষের সহযোগীতায় রেলগেট পারাপার চলছে,বিপদজনক ভাবে৷রেল গেট বিকলের কারন যদিও জানা যায়নি এখনও পর্যন্ত৷রবিবার ছুটির দিনে এপথে পিকনিক যাত্রী ও গাড়ীর ভিড় রয়েছে পর্যাপ্ত, রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ী৷ক্ষোভ বাড়ছে পথ যাত্রী সহ স্থানীয় মানুষের। মুলত এই মেইন লাইনে দূরপাল্লার ট্রেন চলাচল করে,তাই অনেকেই ধারনা করছেন যে কোন মুহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা’ ।

Previous articleসরকারি স্বীকৃতি ও সহযোগিতা চায় বনগাঁর প্রাচীন কালিতলার পৌষমেলা
Next articleমমতাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলা বিজেপির কৌশল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here