রিলায়েন্সে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ কেকেআরের

0
1361

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের একবার নিজের কোম্পানির মালিকানা বিক্রি করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। নিজের রিটেইল সংস্থার ১.২৮ শতাংশ মালিকানা তিনি বিক্রি করলেন আমেরিকার বিনিয়োগ সংস্থা কোলবার্গ ক্র্যাভিস রবার্টস বা কেকেআরকে। এই মালিকানা কেনার জন্য ৫ হাজার ৫৫০ কোটি টাকার বিনিয়োগ করল কেকেআর। এই বিনিয়োগের ফলে রিলায়েন্স রিটেইলের ইকুইটি ভ্যালু বেড়ে হল ৪ লাখ ২১ হাজার কোটি টাকা।

বুধবার একটি বিবৃতি দিয়ে এই বিনিয়োগের কথা জানানো হয় রিলায়েন্সের তরফে। বাজার খোলার আগেই রিলায়েন্সের এই ঘোষণা নিঃসন্দেহে আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলবে। বিবৃতিতে বলা হয়েছে এই বিনিয়োগের ফলে ঘরোয়া বাজারে রিলায়েন্স রিটেইলের প্রভাব আরও বাড়বে।

কেকেআর তাদের এশিয়া প্রাইভেট ইকুইটি ফান্ড থেকে এই বিনিয়োগ করেছে বলে জানিয়েছে রিলায়েন্স। এই বিনিয়োগ রিলায়ন্সে ইন্ডাস্ট্রিজের রিটেইল সংস্থায় করা কেকেআরের দ্বিতীয় বিনিয়োগ। এর আগে চলতি বছরের শুরুতেই জিও প্ল্যাটফর্মে ১১ হাজার ৩৬৭ কোটি টাকার বিনিয়োগ করেছিল আমেরিকার এই সংস্থা।

এর আগে চলতি মাসের শুরুতেই আমেরিকার আরও একটি ফার্ম সিলভার লেক রিলায়েন্সের রিটেইল সংস্থায় বিনিয়োগ করেছে। তারা সাড়ে ৭ হাজার কোটি টাকা দিয়ে সংস্থার ১.৭৫ শতাংশ মালিকানা কিনেছে। এছাড়া ফেসবুক ও গুগলের মতো সংস্থাও বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির সংস্থায়।

কেকেআরের সঙ্গে এই চুক্তির বিষয়ে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “আমি রিলায়েন্স রিটেইল সংস্থার এক বিনিয়োগকারী হিসেবে কেকেআরকে স্বাগত জানাচ্ছি। সব ভারতীয়দের সুবিধার জন্য ভারতের রিটেইল প্ল্যাটফর্মকে বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছি আমরা। এর ফলে ভারতে রিটেইলের এক বড় বাজার গড়ে উঠবে। এত বছর ধরে বিভিন্ন কোম্পানির সঙ্গে বিনিয়োগকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কেকেআর। আশা করি এক্ষেত্রেও তাই হবে।”

ভারতের রিটেইল মার্কেটে গত কয়েক মাস ধরে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। গত মাসে ফিউচার গ্রুপের রিটেইল ও হোলসেল সংস্থা ২৪ হাজার ৭১৩ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে রিলায়েন্স। এর ফলে বিগ বাজারের মালিকানা বর্তমানে মুকেশ আম্বানির হাতে। এছাড়া মে মাসে অনলাইনে বাজারের সামগ্রী কেনাকাটার জন্য জিওমার্ট নামের অ্যাপও এনেছে রিলায়েন্স।

গত কয়েক মাসে রিলায়েন্সের এই ধরনের পদক্ষেপ থেকে স্পষ্ট ভারতের বাজারে অ্যামাজন ও ফ্লিপকার্টের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে মুকেশ আম্বানির সংস্থা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য একের পর এক চুক্তি করছে তারা। এই সংস্থায় কেকেআরের অন্তর্ভুতি রিলায়েন্সকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে শিল্পপতি মহল।

Previous articleএবার পুজোয় মাস্ক মাস্ট!সতর্ক করল কেন্দ্রীয় সরকার, বনগাঁয় ‘দুর্গামাস্ক’ এর প্রস্তুতি চলছে জোর কদমে
Next articleযুদ্ধ চায় না চিন,সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমেই: জিনপিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here