রাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

0
534

মেষ
শরীর আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাঁদের অনেকক্ষণ না খেয়ে থাকা ঠিক নয়, তাঁরা সঠিক সময়ে খেয়ে নিন। নয় তো তাঁদের শরীর খারাপ করতে পারে।
অর্থ ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। সারা দিন ফূর্তি আনন্দের জন্য খরচ হতে পারে, সামলে চলুন।
প্রেম দাম্পত্য জীবন সুন্দর হবে আজ। তাই বেন।অযথা মাথা ঘামাবেন না অন্য কিছু নিয়ে।

বৃষ
শরীর প্রেশার বাড়তে পারে, নুন কম খান। সকালে প্রাণায়াম করুন।
অর্থ বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। পারলে ওদের ট্রিট দিয়ে দেবেন।
প্রেম সারাদিন ফুরফুরে থাকবেন আজ। তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝে ঢুকতে দেবেন না।

মিথুন
শরীর চনমনে থাকতে সকালে উঠে হাঁটুন, সারাদিন আনন্দে থাকবেন।
অর্থ আর্থিক ক্ষেত্রে আজ কোনও তরঙ্গ কাজ করবে না। তবে খরচও তেমন হবে না। তাই নিশ্চিন্তে থাকুন।
প্রেম অশান্তি এড়াতে চুপ করে থাকুন। সঙ্গী আজ অস্থির থাক বেন৷

কর্কট
শরীর দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে আজ মুক্তি পাবেন। নিজেকে নিয়ে খুশি থাকুন।
অর্থ মুহূর্তে বাঁচতে গিয়ে হাত খালি করে ফেলবেন না। পরের দিনগুলোর জন্য ভালো করে জমিয়ে রাখুন।
প্রেম প্রেমে থাকতে সঙ্গীকে একটু সময় দিন, যত্ন করুন

সিংহ
শরীর সুস্থ-সুন্দর থাকতে চেষ্টা করুন সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে।
অর্থ কোনও বিনিয়োগ করার আগে বারবার পড়ে দেখে নিন। হঠ করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
প্রেম আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ, যত্নশীল দম্পতি হিসাবে আবারও আবিষ্কার করতে একে অন্যকে সময় দিন।

কন্যা
শরীর আগুন থেকে সামলে থাকবেন। হাঁটা চলা করবেন সাবধানে।
অর্থ অযথা খরচ করবেন না অন্যদের জন্য। এতে পরে কেউ আপনার পাশে থাকবে না।
প্রেম অশান্তি আসলেও তা সন্ধের মধ্যে মিটে যাবে। তাই ক্যাণ্ডেল লাইট ডিনার করতেই পারেন সঙ্গীর সাথে।

তুলা
শরীর অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনও বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন।
অর্থ প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে।
প্রেম সঙ্গী আজ আপনাকে সবকিছুতে সাহায্য করবেন, পাশে থাকবেন।

বৃশ্চিক
শরীর সাময়িক ভাবে স্বাস্থ্য ভেঙে পড়তে পারে। স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে একটা সম্পূর্ণ দিন বিশ্রাম নিন।
অর্থ দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে। তাই তার আগে অস্থির হবেন না।
প্রেম অযথা কারও প্রেমে নতুন করে পড়বেন না। যিনি সঙ্গী আছেন, তাঁকেই নতুন করে আপন করে নিন।

ধনু
শরীর নিজেকে সুন্দর রাখতে সকালে উঠে হাঁটুন। তাতে সারাদিন অ্যাক্টিভ থাকবেন।
অর্থ কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। হঠকারি সিদ্ধান্ত নেবেন না।
প্রেম কাছের মানুষ আজ খুব বেশি করে পাশে থাকবেন, তাই কোনও সমস্যাই সমস্যা মনে হবে না।

মকর
শরীর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অযথা অন্যমনস্ক হয়ে হাঁটবেন না।
অর্থ পরিচিতদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে।
প্রেম প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত অধিকারবোধ আজ জটিলতা তৈরি করতে পারে। তাই সেটা মাথায় রাখবেন।

কুম্ভ
শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। নেশা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
অর্থ প্রত্যাশামতো উপার্জন হবে না আজ। তা বলে ভেঙে পড়বেন না।
প্রেম পারিবারিক অশান্তি আজ আপনাদের প্রেমের পথে বাধা হতে পারে, দু জনে মিলে সামলানোর চেষ্টা করুন৷

মীন
শরীর ফুরফুরে থাকবেন আজ, তাই সারাদিন শরীর থাকবে টানটান।
অর্থ কোনও কাছের মানুষের কাছ থেকে অর্থনৈতিক ক্ষেত্রে আঘাত পেতে পারেন, মন শক্ত করুন।
প্রেম সঙ্গী আজ আপনাকে কিছুতেই কাছ ছাড়া করবেন না।

Previous articleকাসভের পরিচয়পত্রে লেখা ভারতীয় হিন্দু, সামনে এল ২৬/১১ হামলার অনেক গোপন কথা, হাতে লাল তাগা!লেট মি সে ইট নাও’-তে এমনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে
Next articleকলকাতা পুরসভা নির্বাচন এপ্রিলেই, জানুন সম্ভাব্য তারিখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here