রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস সামান্য বাড়ল, অগ্রিম ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
251

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড সংকটের জন্য সরকারের রাজস্ব আদায় যে ধাক্কা খেয়েছে সে কথা আগেই স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারীদের বেতনের টাকা কোথা থেকে আসবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে ইতিবাচক হল, বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ও অগ্রিম ঘোষণা করলেন তিনি।

নবান্নে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলেন, “করোনা সংকটের মধ্যেও কেন্দ্রের বঞ্চনা অব্যাহত রয়েছে। তবে তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে দেরি হয়নি।” এর পরই তিনি আর বলেন, “উৎসব থেমে থাকে না, বোনাস এবং অগ্রিম এবারও দেওয়া হবে”। তিনি জানান, তা এ বার কিছুটা বাড়ানোও হবে।

গত বছর উৎসব ভাতা হিসাবে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছিলেন ৪,০০০ টাকা। এবার সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ৪২০০। অগ্রিমের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে টাকার অঙ্ক। গত বছর উৎসবের মরশুমে অগ্রিম বাবদ সরকারি কর্মচারীরা পেয়েছিলেন ৮ হাজার টাকা। এবার ২০০০ টাকা বাড়িয়ে তা করা হয়েছে ১০ হাজার টাকা।

তা ছাড়া, গত বছর যে সব কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা বা তার কম ছিল তাঁরাই কেবল বোনাস পেয়েছিলেন। বোনাস পাওয়ার জন্য বেতনের উর্ধ্বসীমা বাড়িয়ে এ বার ৩৪,২৫০ টাকা করা হয়েছে। একই ভাবে ৩৪,২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন ছিল তাঁরা অগ্রিম পেতেন। সে ক্ষেত্রেও উর্ধ্বসীমা বাড়িয়ে এ বছর ৪১,১০০ টাকা পর্যন্ত করা হয়েছে। নবান্ন সূত্রে বলা হয়েছে, বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য কর্মচারীদের বেতন বেড়েছে। সেই কারণেই উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে।পেনশনভোগীদের জন্য এক্স-গ্রাশিয়া ২১০০ টাকা থেকে বাড়িয়ে ২২০০ করা হয়েছে। এবং এক্ষেত্রে পেনশনের সিলিং ২৬,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯,৭০০ টাকা।

সরকার জানিয়েছে, পুরসভা, পঞ্চায়েত, স্কুল, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও বোনাস ও অগ্রিমের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, বোনাস ও অগ্রিমের জন্য অতিরিক্ত মোট ৪০০ কোটি টাকা খরচ হবে সরকারের।

Previous articleকেন্দ্রের প্যাকেজকে ‘বিগ জিরো,অশ্বডিম্ব’ বললেন মুখ্যমন্ত্রী
Next articleপথ দুর্ঘটনায় দুই রাজ্যেমৃত ১৪ পরিযায়ী শ্রমিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here