মোদীর নতুন বিমানে থাকছে ক্ষেপনাস্ত্র ধ্বংসকারী প্রযুক্তি

0
1030

দেশের সময় ওয়েবডেস্কঃ সেপ্টেম্বরের মধ্যেই এয়ার ইন্ডিয়ার হাতে আসছে ভিভিআইপি–দের জন্য বিশেষভাবে তৈরি বি৭৭৭ বিমান। একটি নয়, দু’‌টি। এগুলোতে চড়বেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। বোয়িং এগুলো তুলে দেবে এয়ার ইন্ডিয়ার হাতে।

গত অক্টোবরে সরকারি সূত্রে জানা গেছিল,জুলাইয়ের মধ্যেই বিমানগুলো হাতে আসবে। সোমবার জানা গেল, কোভিড–১৯ এর কারণে বিমান হাতে পেতে দেরি হচ্ছে। এই নতুন দু’‌টি বি৭৭৭ বিমান চালাবেন বায়ুসেনার পাইলট। এয়ার ইন্ডিয়ার নয়। তবে বিমানের রক্ষণাবেক্ষণ করবেন এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা। 

এখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি বি৭৪৭–এ চড়েন। এগুলোর পোশাকি নাম ‘‌এয়ার ইন্ডিয়া ওয়ান’‌। চালান এয়ার ইন্ডিয়ারই পাইলট। নতুন বিমান আসার পর এই বি৭৪৭ বাণিজ্যিক উড়ান হিসেবে ব্যবহার করবে এয়ার ইন্ডিয়া। 
নতুন বি৭৭৭ বোয়িং বিমান আরও আধুনিক। ক্ষেপনাস্ত্র ধ্বংস করার বিশেষ ক্ষমতা রয়েছে এগুলোর।

একে বলে লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেসার্স (‌এলএআইআরসিএম)‌ এবং সেলফ–প্রোটেকশনস সুটস (‌এসপিএস)‌। ফেব্রুয়ারিতে এই দুই প্রযুক্তি ১৯ কোটি ডলারের বিনিময়ে ভারতকে বিক্রি করে আমেরিকা। ভারতীয় মুদ্রায় প্রায় ১৪৩৫ কোটি টাকারও বেশি। 

Previous articleতৃণমূল-বিজেপি হাতাহাতিতে উত্তপ্ত লেকটাউন
Next articleবাংলায় ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ল,ধর্মীয় স্থান-বিয়ে বাড়িতে সর্বোচ্চ ২৫ জন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here