দেশের সময় ওয়েবডেস্কঃ নির্দিষ্ট সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকে যাচ্ছে বলে এবার জানাল তারা। ইতিমধ্যেই তার প্রভাব শুরু হয়েছে বঙ্গে।
আলিপুরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে পূর্ব – মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম – উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। এছাড়া মায়ানমার সীমান্ত ধরে দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে একই সময়ে।
আলিপুরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে পূর্ব – মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম – উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। এছাড়া মায়ানমার সীমান্ত ধরে দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে একই সময়ে।
বুধবার সকালে কলকাতায় কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ – সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি তেমন হয়নি। অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে রাজ্যে।
এ বছর ভারতে বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই জানিয়েছিল মৌসম ভবন। নির্দিষ্ট সময়ে অর্থাৎ ১ জুন কেরলে ঢুকেছিল বর্ষা। তখনই আলিপুর জানিয়েছিল, জুনের দ্বিতীয় সপ্তাহেই বর্ষা ঢুকবে বাংলায়। সেইমতো স্বাভাবিক নিয়মেই বর্ষার আগমন ঘটছে। আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ শুক্রবারের মধ্যে রাজ্যে ঢুকে যাচ্ছে বর্ষা।