মহালয়ার এই দিন পালনের ফল কী, রইল ১০ তথ্য

0
784

দেশের সময়: মহালয়া মানেই পুজো এসে গেল। মণ্ডপে মণ্ডপে উদ্বোধনের ব্যস্ততা। কিন্তু এই দিনটা শুধুই উৎসবের নয়। একবার জেনে নিন কী কী বলছে সনাতন শাস্ত্র–

১। পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বন শ্রাদ্ধ ও তর্পণ করার অনুষ্ঠান বা রীতিই হল পিতৃপক্ষ।

২। এই পক্ষ ষোলোশ্রাদ্ধ, কানাপাত, জিতিয়া মহালয়াপক্ষ নামেও পরিচিত দেশের বিভিন্না জায়গায়।

৩। উত্তর ভারতের অনেক জায়গায় ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়।

৪। জলদানের মাধ্যেমে পিতৃলোকের তৃপ্তিসাধনই হল তর্পণ বিধি। পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান সনাতন ধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান।

৫। যে ব্যক্তি এই দিনে তর্পণ করতে পারেন না, তাঁরা পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে পারেন।

৬। যাঁরা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান, তাঁরা এই দিন শ্রাদ্ধ করতে পারেন।

৭। এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয়। গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে।

৮। মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু লাভ হয়।

৯। বাংলায় মহালয়ার দিন দুর্গাপূজার সূচনা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই দিন দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূতা হন।

১০। মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে। শ্রবণেও ফল মেলে।

Previous articleনিজেদের ফেভারিট ভাবছেন আলেজান্দ্রো
Next article‘আমার দুর্গা’..পার্থ সারথি নন্দীর লেন্সে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here