মহমেডানের বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন আলেজান্দ্রো

0
737

নিজস্ব প্রতিবেদন-কলকাতা লিগের শীর্ষে রয়েছে পিয়ারলেস। তাতেও হতাশ হচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ।
তিনি শুধুমাত্র বৃহস্পতিবারের মিনি ডার্বি নিয়ে ভাবছেন। রাত পোহালেই যুবভারতীতে মহমেডানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।


মহমেডানের বিরুদ্ধে তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছেন না আলেজান্দ্রো।
লাল-হলুদ কোচ বলেন,’আমরা শুধুমাত্র মহমেডান ম্যাচে ফোকস করছি। ওই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছি না। আমাদের
তিন পয়েন্ট দরকার। ছেলেরা ফিট রয়েছে। মাঠে নামার জন্য ফুটছে।’
এদিকে, ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ খেতাবের আশা জিইয়ে রাখতে আশাবাদী মহমেডান। সাদা-কালো টিডি দীপেন্দু বিশ্বাস বলেন,
’ইতিহাস তৈরি নিয়ে এখনই ভাবছি না। আমি মনে করি ভাগ্য সঙ্গ দিলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’


ইস্টবেঙ্গলকে সমীহ করছেন দীপেন্দু। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলের কোচ রিয়াল মাদ্রিদে কোচিং করিয়েছেন। ইস্টবেঙ্গল অনেক বড়
নাম। ওদের দলে অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে। ওদের বিরুদ্ধে আমাদের জিততে হবে। ছেলেদের আত্মবিশ্বাস বাড়িয়েছি। আশা করি ছেলেরা ভালো ফুটবল খেলবে।’

Previous articleপুজোয় কোন রঙের পোশাক আপনার জন্য শুভ? জেনে নিন
Next articleকারেজ়া’?ডাক্তাররা বলেন যৌন সমস্যা দূরে রাখে,তান্ত্রিকরা বলেন সাধনার পথ , নাকি ভালোবাসার মিলন জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here