মর্মান্তিক! জোড়াবাগানে ৯ বছরের নাবালিকার গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র এলাকা

0
711

দেশের সময় ওয়েবডেস্কঃ খাস কলকাতায় যৌন নিগ্রহের শিকার ৯ বছরের নাবালিকা। শারীরিক নির্যাতনের পর তার গলা কেটে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে জোড়াবাগান এলাকায়। ইতিমধ্য়েই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

খোদ কলকাতা শহরের বুকে এমন নৃশংস ঘটনা! ৯ বছরের নাবালিকার গলা কাটা দেহ উদ্ধার ঘিরে তোলপাড় জোড়াবাগান এলাকা। অভিযোগ, শারীরিক নির্যাতনের পরে গলা কেটে খুন করা হয়েছে শিশুটিকে! স্থানীয় মানুষরা বিক্ষোভে ফেটে পড়েছেন। পুলিশকে ঘিরে রাখা হয় বেশ কিছুক্ষণ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাচ্চাটি এলাকার বাসিন্দা নয়। সে জোড়াবাগান এলাকার বৈষ্ণব শেখ স্ট্রিটে তার মামারবাড়িতে এসেছিল কয়েক দিন আগে। গতকাল, বুধবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। রাতেই খবর দেওয়া হয় থানায়। পরিবারের দাবি, তার পরেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

শেষমেশ আজ সকালে উদ্ধার হয় শিশুটির দেহ।  নৃশংস ভাবে গলা কাটা নগ্ন অবস্থায় পাওয়া যায় তাকে। মামারবাড়ির পাশেই একটি পরিত্যক্ত বহুতলের ছাদে তাকে দেখতে পান এক এলাকাবাসী। তাঁর চিৎকার শুনেই সকলে ছুটে যান। দেখা যায়, নিখোঁজ বালিকা ওভাবে পড়ে রয়েছে। ঘনসন্নিবিষ্ট বসতি এলাকায় কী করে এমন খুন হল, ভেবে পাচ্ছে না কেউ।

কে বা কারা এমন ঘটাল, এখনও কোনও সূত্র নেই পুলিশের হাতে। লালবাজারের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে হাজির হয়েছেন। পৌঁছেছেন খোদ জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা। যে বহুতলে দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটি স্থানীয়দের ভিড়ে ভেঙে পড়ছে। এসে পৌঁছেছেন এলাকার বিদায়ী কাউন্সিলর। তিনিও দাবি করেছেন, নির্যাতন করেই খুন করা হয়েছে মেয়েটিকে। স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হচ্ছে। হোমিসাইড বিভাগের কর্তারাও হাজির ঘটনাস্থলে।


এলাকাবাসীরা জানাচ্ছেন, ওই বহুতলে কেউ থাকে না। ওখানে মেয়েটি কী করে ঢুকল, সেটাই অবাক করছে সকলকে। তাহলে কি তার পরিচিত কেউই তাকে নিয়ে গেছিল বাড়িটির ছাদে? ফেলে দেওয়া যাচ্ছে না সে সম্ভাবনাও। পরিবার ও পড়শিদের জেরা করছে পুলিশ।

Previous articleফোটো ফাইট:PHOTO FIGHT- EDITOR’S CHOICE :
Next articleহাবড়ায় আগুনে পুড়ে ছাই বই-খাতা দিশাহারা কলেজ ছাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here