মরশুমের শীতলতম দিন আজ,পারদ নামল ১৬ ডিগ্রির নীচে

0
493

দেশের সময় ওয়েবডেস্কঃ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়ল শহরে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজই মরশুমের শীতলতম দিন। রাতের দিকে পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ডিসেম্বরের প্রথমেই শীতের কামড় অনুভব করবেন কলকাতাবাসী।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একলাফে পারদ পতন হয়েছে বেশ অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত একই থাকবে আবহাওয়া। তারপর থেকে ফের দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তখন ফের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। তবে আগামী ৪৮ ঘন্টা পারদ ১৬ ডিগ্রির কম থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সাধারণত তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামলে পাকাপাকি ভাবে শীত স্থায়ী হয়েছে বলে ঘোষণা করে হাওয়া অফিস। চলতি মরশুমে ডিসেম্বর মাসের শুরুর কয়েকদিনেও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। হাল্কা গরম পোশাক গায়ে তোলার বদলে দিব্যি ফ্যান চালাচ্ছিলেন শহরবাসী। তবে বুধবার বিকেলের পর থেকেই বাতাসে বেড়ে যায় শিরশিরানি ভাব। একধাক্কায় তাপমাত্রাও নেমে যায় একেবারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

পারদ যদি এখানেই স্থায়ী হয় বা আরও নামে তাহলে বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই বলেই মত আবহবিদদের। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

পাকাপাকি ভাবে কবে দক্ষিণবঙ্গে শীত আসবে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিসের পূর্বাভাস হয়তো শীত আসতে আর বেশি দেরি নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Previous articleশুধু প্রিয়াঙ্কা রেড্ডি,আসিফা টুইংকেল নয় প্রতি মুহূর্তে প্রত্যক্ষ-পরোক্ষভাবে হয়ে যাওয়া ধর্ষণের প্রতিবাদ করলেন বনগাঁর মানুষ
Next articleYour Shot?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here