‘মতুয়া ভক্তদের ভুল বুঝিয়ে, টাকার লোভ দেখিয়ে  মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে কংগ্রে’ ,শান্তনু ঠাকুর

0
47

মহোৎসবের কথা বলে ভুল বুঝিয়ে বিহারে রাহুল গান্ধীর সভায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। বিহার থেকে ফিরেই একদল মতুয়া ভক্ত দেখা করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে। তাঁদের দাবি, দিন দুয়েক আগে বনগাঁ থেকে ১৫ জনের একটি দল বিহারের রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাহুলের সঙ্গে মতুয়াদের একটি ছবি সামনে এসেছে, যার পিছনের ব্যানারে লেখা আছে, ‘এসআইআর-এ বিপদ, কংগ্রেসে নিরাপদ’। যা নিয়ে বিতর্ক শুরু হয় বনগাঁয়।

রবিবার বিহার থেকে ফিরেই মতুয়া সম্প্রদায়ের দলটি দেখা করে বিজেপি সাংসদ শান্তনুর সঙ্গে। তাঁদের অভিযোগ, বিহারে মতুয়া মহোৎসব আছে বলে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগের তির, স্থানীয় বিজেপি নেতা তপন হালদারের বিরুদ্ধে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘মতুয়াদের ওই দলটিকে ভুল বুঝিয়ে বিহারে কংগ্রেসের সভায় নিয়ে যাওয়ার জন্য জন্য তপন হালদারকে শোকজ় করা হয়েছে।’ শান্তনু বলেন, ‘মতুয়া ভক্তদের ভুল বুঝিয়ে, টাকার লোভ দেখিয়ে কংগ্রেস মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে।’

উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় বলেন, ‘মতুয়ারা রাহুল গান্ধীর সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন।’ তাঁর পাল্টা অভিযোগ, মতুয়াদের নাগরিকত্ব প্রমাণে যেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেই দুঃখের কথা জানাতেই তারা স্বেচ্ছায় রাহুল গান্ধীর সভায় গিয়েছিলেন। গোটা বিষয়টিতে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বনগাঁয়।

Previous articleBangaonশিয়ালদহ থেকে বনগাঁ, কৃষ্ণনগর লাইনে এসি লোকাল আগামী সপ্তাহেই রইল বিস্তারিত
Next articleবনগাঁয় পুজোর আগেই পুজো পার্বণ, লাইফস্টাইল শারদীয়া প্রদর্শনী: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here