মতুয়াদের নতুন কমিটি ঘোষণা, ফের চর্চায় ঠাকুরনগরের ঠাকুরবাড়ি

0
4

SIR আবহে নতুন করে চর্চায় মতুয়া ঠাকুরবাড়ি। এত দিন পর্যন্ত ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-র নামে দু’টি পৃথক কমিটি চলত। এর মধ্যে একটির সঙ্ঘাধিপতি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, অন্যটির সঙ্ঘাধিপতি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। কিন্তু মঙ্গলবার নতুন একটি কমিটি আত্মপ্রকাশ করেছে, যার সঙ্ঘাধিপতি করা হয়েছে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরকে। ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-র পক্ষ থেকে ৩৯তম বাৎসরিক সম্মেলন ও রাস উৎসবের মধ্যেই এই ঘোষণা করেন প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

নতুন সংগঠনটির সভাপতি হয়েছেন বৈদ্যনাথ বালা, কার্যকরী সভাপতি করা হয়েছে কৃষ্ণপদ মণ্ডল ও সৈকত মণ্ডলকে। পাশাপাশি প্রধান উপদেষ্টা করা হয়েছে সুব্রতর মা ছবিরানি ঠাকুরকে। এ দিন সুব্রত বলেন, ‘কোটি কোটি মতুয়া রয়েছেন। তিনটে নয়, প্রয়োজনে পাঁচটা কমিটি হবে। উদ্বাস্তু, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষদের জন্য মতুয়া মহাসঙ্ঘ কাজ করে এসেছে। আগামীতেও করবে।’ কিন্তু কেন হঠাৎ তাঁর পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত? 

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মতুয়া মহাসঙ্ঘ ছিল, তা ঠিক ভাবে পরিচালনা হচ্ছিল না। তাই আমাকে নতুন করে মতুয়া মহাসঙ্ঘ তৈরি করতে হলো।’ শান্তনু ঠাকুরের সঙ্গে দূরত্বের বিষয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি। সুব্রত বলেন, ‘আমাদের দুই ভাইয়ের মধ্যে দূরত্বটি বিষয় নয়। সমস্যা হচ্ছিল দালালদের নিয়ে। তা সংশোধন করতে না পেরেই এই পদক্ষেপ।’ 

এ দিকে এই নতুন ঘোষণায় সুব্রতর বিরুদ্ধে কোনও কড়া মন্তব্য করেননি শান্তনুও। তিনি বলেন, ‘ঠাকুরবাড়ির সকলেরই সংগঠন করার অধিকার রয়েছে। এই নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করব না। মতুয়ারা দ্বিধাবিভক্ত নয়। কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের সেবা করেন, তাতে সমস্যা নেই।’ যদিও সুব্রতের সিদ্ধান্ত প্রসঙ্গে মমতাবালা বলেন, ‘সুব্রত বাড়ির বড় ছেলে। ও সংগঠনও করেছে। তাই ওঁর অধিকার আগে। ও নিজের সেই অধিকার বুঝে নিয়েছে।’ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সার্বিক প্রেক্ষাপটে ঠাকুরবাড়ির এই নতুন সমীকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দাবি ওয়াকিবহাল মহলের। 

Previous articleলাল আলোয় দাঁড়ায়নি ট্রেন!  ছত্তীসগড়ে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ মালগাড়ির! ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১০, এখনও আটকে বহু যাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here