দেশের সময় ওয়েবডেস্কঃ যা কোনও দিন দেখা যায়নি, করোনাকালে দেখতে হয়েছে সেই ছবিও। গঙ্গার পবিত্র জলে ভাসতে দেখা গেছে সারে সারে লাশ। শুধু গঙ্গাই নয়, একাধিক নদীতেই এই ছবি দেখা গেছে। পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছেন মানুষ। সেই সঙ্গে বেড়েছে ভাইরাস ছড়ানোর আতঙ্ক। এমন অবস্থায় এবার সামনে এল এক চাঞ্চল্যকর ছবি।
একটি ব্রিজের উপর থেকে প্লাস্টিকে জড়ানো লাশ নীচে নদীর জলে ছুড়ে ফেলছেন এক ব্যক্তি, এমন ছবিই দেখা গেছে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে। পিপিই কিট পরে থাকা ওই ব্যক্তিকে চেনা যায়নি। তবে তিনি যে মৃতদেহ নদীতে ফেলে দিচ্ছেন ভিডিও থেকে তা পরিষ্কার।
उत्तर प्रदेश के बलरामपुर जिले से मानवता को शर्मसार कर देने वाला एक वीडियो सामने आया है। वीडियो में दो युवक कोरोना पॉजिटिव का शव पुल से राप्ती नदी में फेंकते हुए नजर आ रहे हैं।#UttarPradesh pic.twitter.com/EhZyVp4b3t
— Hindustan (@Live_Hindustan) May 30, 2021
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। স্থানীয় রাপ্তি নদীর জলে লাশ ছুড়ে ফেলা হয়েছে। পিপিই কিট করা ওই ব্যক্তির সঙ্গে আরও একজন ছিলেন যিনি কাজটি করতে তাঁকে সাহায্য করেছেন। দুজন মিলেই লাশটি ব্রিজের উপর থেকে ছুড়ে দেন নদীর জলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকরা। এত আলোচনা এত বিতর্কের পরেও কেন এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, কীভাবে প্রকাশ্য দিনের আলোয় বিনা বাধায় এই কাজ করা যাচ্ছে উঠেছে সেই প্রশ্নও।
মৃতদেহটি প্রেমনাথ নামক এক ব্যক্তির, সনাক্ত করেছে পুলিশ। বলরামপুরের প্রধান মেডিক্যাল অফিসারের কথায়, ওই ব্যক্তি গত ২৫ মে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর ২৮ তারিখ তাঁর মৃত্যু হয়েছে। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই প্রেমনাথের দেহ তাঁর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছিল, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পরিবারের লোকেরাই নদীতে লাশ ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।গোটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে। চলছে তদন্ত।