বেজে উঠলো প্র‍াক্তনের ফোন, “আগামীকাল আসছেন তো”?

0
874

দেশের সময় ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার অনুষ্ঠিত হবে কলকাতা কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের জয় নিশ্চিত থাকলেও নির্বাচনে প্রার্থী দিয়েছে বিজেপি। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে চলছে বিশ্লেষণ। তার মধ্যেই শুরু নতুন আলোচনা। সূত্রের খবর, রবিবার দুপুরে হঠাৎই কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন ফিরহাদ হাকিম। শোভনবাবুকে তিনি আগামীকাল নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এপ্রসঙ্গে ববি হাকিমের কাছ থেকে কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল সূত্রে খবর, বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়ার দরুন আপাতত অনেকখানি চিন্তা মুক্ত শোভন চট্টোপাধ্যায়। সোমবার কর্পোরেশনে তিনি উপস্হিত থাকবেন। রাজনৈতিক জীবনে ফিরহাদ হাকিমের দীর্ঘদিনের সহকর্মী শোভন চট্টোপাধ্যায়। অতএব সরাসরি ফিরহাদের অনুরোধ ফিরিয়ে দিতে পারবেন না শোভনবাবু। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় যে বারম্বার নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবী করেন তার প্রত্যক্ষ প্রমান পাওয়া যাবে সোমবার তার নির্বাচনে অংশগ্রহনের মধ্যে দিয়ে। অপেক্ষায় গোটা কোলকাতা৷

Previous articleরচিত হতে পারে নতুন ইতিহাস”
Next articleরাজভবনের কর্মসূচী শেষ করে সোমবার পুনরায় পথে নামছে বামেরা, পড়ুন বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here