দেশের সময় ওয়েবডেস্কঃ পারদ সামান্য বাড়লেও কলকাতায় বজায় রয়েছে কনকনে ঠান্ডা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালের দিকে পারদ ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছিল। বেলা বাড়লে তাপমাত্রা খানিক বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে রাতের থেকে পারদ নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
জেলার ছবিটা আরও মারাত্মক। পশ্চিমাঞ্চলের একাধিক জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ অন্যান্য অংশে পারদ নেমেছে ৭ কিংবা ৮ ডিগ্রি সেলসিয়াসে। জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্করা। পারদ পতনের পাশাপাশি সারাদিন বইছে কনকনে ঠান্ডা হাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে গোটা বাংলা।

এর মধ্যেই সপ্তাহের মাঝে অর্থাৎ নতুন বছরের শুরুতেই বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন বছরের প্রথম তিনদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পয়লা জানুয়ারি সন্ধের পর থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ২ তারিখ বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোয় মাঝারি বৃষ্টিপাত হবে। ৩ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে বছরের শেষ দু’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। পাশাপাশি এও বলা হয়েছে যে রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে কলকাতায়। আকাশ পরিষ্কার থাকার সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে পারদের হেরফের হলেও ঠান্ডা যে এখনই কমবে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শহরবাসী।

বরং নতুন বছরের শুরুতেই বৃষ্টি হলে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহের মাঝে এই বৃষ্টির ফলে ফের রাতারাতি বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। একধাক্কায় পারদ পতনের সম্ভাবনাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here