বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী , কেমন থাকবে কলকাতা- সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া?

0
9

ভয়াবহ পরিস্থিতি পাহাড়ে। প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে । টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস, ব্যহত জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। এরইমধ্যে আরও উদ্বেগের খবর দিল হাওয়া অফিস। সোমবার থেকেই উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি । কী অবস্থা হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে?

টানা কয়েকঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। নদীর জল বইছে বিপদ সীমার উপরে। রাস্তাঘাট, রেললাইন জলের তলায়। জায়গায় জায়গায় পাহাড়ি রাস্তায় ধস। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর মাঝেই রবিবার জানা গেল, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গে। এদিকে সোমবার সকালেই দুর্যোগের মেঘ কেটে রোদ ঝলমলে উত্তরবঙ্গ।পাহাড় থেকে দেখা মিলছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘারও।

রবিবার মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, সোমবার শিলিগুড়ি যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিবও। রবিবার তিনি নবান্ন থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এবং মুখ্যসচিব আগামিকাল যাচ্ছি। শিলিগুড়ি থেকে পরিস্থিতির দিকে নজর রাখব। ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে অন্য রাস্তা দিয়ে।’

একইসঙ্গে সূত্রের খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব। 
রবিবার উত্তরবঙ্গের পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানও। বলেন, ‘মিরিক, দার্জিলিং, কালিম্পংয়ে প্রায় সাতটার বেশি ভূমি ধস হয়েছে প্রবল বর্ষণে। দার্জিলিং, মিরিকের লোহার ব্রিজ ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ। অনেক পর্যটক আটকে রয়েছেন।’

উত্তরের পরিস্থিতির কথা বলার সঙ্গেই ডিভিসির জল ছাড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘দক্ষিণবঙ্গে ডিভিসি আবার জল ছেড়েছে। ঘাটাল ভাসছে, হাওড়া-হুগলি-বাঁকুড়ায় জল আসছে। ব্যাপক ফোর্সে জল ছাড়ছে। আমি তো বলেইছি বাংলা অনেকটা নৌকার মতো।’

তছনছ পরিস্থিতি। ভারী বৃষ্টিতে পাহাড়ের পরিস্থিতি বেশ জটিল। রাস্তাঘাট বন্ধ। গৃহহীন হয়েছেন অসংখ্যা মানুষ। প্রাণ গিয়েছে ২০ জনের। এই অবস্থায় প্রশ্ন হল সপ্তাহের শুরুতেই কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা।

রবিবার সন্ধ্য়াতেও পাহাড়ে বৃষ্টি হয়েছে। সোমবারও সেই ধারা বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়িতে। কমলা সতর্কতা দার্জিলিংয়ে।

সোমবার টানা বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।

হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান অনুসারে, রবিবার বিকেল থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়িতেও ওই সময়কালে অতি ভারী বৃষ্টি চলেছে। ভাল বৃষ্টি হয়েছে কালিম্পংয়েও। 

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার এবং বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) থেকে বৃষ্টি কমতে পারে। মঙ্গলবার দুই দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের নদীগুলি (তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা) বিপদসীমার উপর দিয়ে বইছে। শিলিগুড়ি শহরে জল ঢুকছে।

দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে

কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও বা আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।

Previous articleViral posterএবার বনগাঁর কার্নিভালেও  ইছামতী নদীর সংস্কারের দাবিতে সেই ভাইরাল দুর্গা পোস্টার নিয়ে শোভাযাত্রা: দেখুন ভিডিও
Next articleদার্জিলিঙে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং একজনের হোমগার্ডের চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here