বিজেপিতে যোগ দিচ্ছেন সাইনা দিল্লির ভোটের আগে চমক গেরুয়া শিবিরের

0
298

দেশের সময় ওয়েবডেস্ক: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ব্যাডমিন্টনে দেশের অন্যতম মুখ হায়দরাবাদের সাইনা নেহাল। দুপুরের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিজেপি।
হরিয়ানায় জন্ম সাইনার। অলিম্পিক পদক ছাড়াও পেয়েছেন ২০–র বেশি আন্তর্জাতিক খেতাব। ২০১৫ সালে বিশ্ব ব্যাডমিন্টনে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছিলেন সাইনা। বছর ২৯ এর সাইনার বর্তমান র‌্যাঙ্কিং নয়।

দিল্লির বিধানসভা ভোটের আগেই চমক দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল যোগ দিচ্ছেন বিজেপিতে। আজই যোগ দেবেন তিনি।

সংবাদসংস্থা সূত্রে খবর, বিজেপির শীর্ষস্থানীয় একাধিক নেতা বিজেপিতে সাইনার যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। আজই দলীয় কার্যালয়ে গিয়ে যোগ দেবেন একদা বিশ্বের ১ নম্বর ব্যাটমিন্টন তারকা। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিজেপি সূত্রে খবর, যোগদানের সময়ই সবাই এই খবর জেনে যাবে।

হরিয়ানাতে জন্ম সাইনার। ইতিমধ্যেই ভারতের হয়ে অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসে পদক পেয়েছেন তিনি। ২০১৫ সালে নিজের কেরিয়ারের সেরা ১ নম্বর র‍্যাঙ্ক পেয়েছিলেন ২৯ বছর বয়সী এই শাটলার। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছেন সাইনা। কয়েকমাস আগে ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপকে বিয়ে করেছেন সাইনা।

কয়েক দিন আগে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার পরে সেই বক্তৃতা নিয়ে বেশ কিছু টুইট করেছিলেন সাইনা। সেখানে মোদীর প্রশংসা করেন তিনি। সাইনার রিসেপশনেও গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তখনই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার সাইনা রাজনীতির দিকেও ঝুঁকছেন। বিজেপি সূত্রে খবর, সেই জল্পনা সত্যি হচ্ছে আজ।

তবে এই প্রথম নয়, হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগীর ববিতা ফোগাট ও যোগেশ্বর দত্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদের প্রার্থীও করেছিল বিজেপি। কিন্তু নির্বাচনে হারতে হয়েছিল দু’জনকেই। তবে ব্যাডমিন্টন প্লেয়ারদের মধ্যেই সাইনা প্রথম যিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।

Previous article৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান রাশিয়ার সঙ্গে বাংলার নিবিড় সম্পর্কের কথা
Next articleবিজেপিতে যোগ দিয়ে সাইনা বললেন ‘মোদীজিই আমার অনুপ্রেরণা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here