বারাসতের কাজিপাড়ায় রেল অবরোধের জেরে বিঘ্ন ট্রেন পরিষেবা!

0
706

দেশের সময় ওয়েবডেস্কঃ গত কয়েকদিন ধরেই রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে অশান্তির খবর মিলেছে। হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার কয়েকটি জায়গায় ক্ষুদ্ধ জনতার লাগাতার বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে হাসনাবাদ, বারাসত এলাকায়। সোমবার সাত সকালেই বারাসতের কাজিপাড়ায় ক্ষুব্ধ জনতা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখায় । যার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

জানা গেছে সোমবার সকালে বেশ কয়েকজন বিক্ষুব্ধ মানুষ বারাসতের কাজিপাড়ার রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে হাসনাবাদ-শিয়ালদহ শাখার রেল পরিষেবা ব্যাহত হয়। আচমকা এই বিক্ষোভে মাঝ পথেই আটকে যায় ট্রেন।

কাজিপাড়ার কাছে রেললাইনে নেমে অবরোধ শুরু করেন একদল বিক্ষোভকারী। রেলট্র্যাকের উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যার ফলে আটকে পড়ে শিয়ালদহ-হাসনাবাদ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। সাতসকালে কাজে বেরিয়ে এভাবে আটকে পড়ায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে হয়। রেল অবরোধের জেরে সড়কপথেও চাপ বাড়ে।

সপ্তাহের শুরুতে অফিস টাইমে এমন ঘটনায় সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, আরপিএফ ও জিআরপি। তবে সাড়ে আটটার পর পুলিশ অবরোধ তুলে দেওয়ার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

অন্যদিকে, ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবা। যদিও এখনও কিছু স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলছে, রয়েছে পুলিশ পিকেটও। তবে রবিবার হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কোনও অশান্তির খবর মেলেনি।

তবে ইন্টারনেট পরিষেবা চালু হলেও উলুবেড়িয়া সহ বেশ কয়েকটি এলাকায় বুধবার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। কড়া নিরাপত্তার মধ্যেই ছন্দে ফিরছে হাওড়ার জনজীবন।

Previous articleStreet Dog: খাবারে কীটনাশক দিয়ে একসঙ্গে ১৪ টি কুকুরকে ‘খুন’! অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ গোপালনগরে
Next articleWeather Update: ফের চাঁদিফাটা রোদে নাজেহাল দশা শহরবাসীর,আজ বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here