বাংলায় জাঁকিয়ে শীত কবে আসছে? যা জানাল হাওয়া অফিস

0
512

দেশের সময় ওয়েবডেস্কঃ হাওয়া অফিস জানিয়েছে, ভোরের দিকে তাপমাত্রা ক্রমশ নামবে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আগামী কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রার গতিপ্রকৃতি এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 
রাজ্যে এখন শুষ্ক আবহাওয়াই থাকবে। ভোরের দিকে বজায় থাকবে ঠান্ডার আমেজ।

আপাতত বাংলায় বৃষ্টির আর তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 
কালীপুজো এবং ভাইফোঁটাতেও আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। 
 

বেশ কয়েকদিন ধরে পারদ নিম্নমুখী ছিল। ফলে শীতের আমেজ ক্রমশ দেখা দিচ্ছিল।
তবে জাঁকিয়ে শীত কবে আসছে, সেই বিষয়ে এখনও কিছু বলতে পারেনি হাওয়া অফিস।
 

আপাতত আকাশ পরিষ্কার থাকবে, বেলা বাড়ার  সঙ্গে রোদ থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। 

আপাতত বঙ্গে এমন মৃদু ঠান্ডার আবহ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleDaily Horoscope:স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? দেখুন রাশিফল
Next articleএ বার ৭৯-রে পা রাখলো মধ্য কলকাতার বেনেপুকুর যুবক সমিতির কালী পূজো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here