![](https://deshersamay.com/wp-content/uploads/2021/03/DS001-12X10-scaled.jpg)
দেশের সময়, হাবরা: ‘বহিরাগতদের সমর্থন করবেন না। ওদেরকে সমর্থন করলে এলাকায় শান্তির পরিবেশ আর থাকবে না। ওরা ক্ষমতায় আসলে মা, বোন, দিদিকে সুরক্ষিত রাখতে পারবেন না। খবর নিলেই আপনারা জানতে পারবেন উত্তর প্রদেশ, গুজরাটে মেয়েরা সুরক্ষিত নয়। ওদের কাছে মেয়েরা ভোগের বস্তুু।’ মঙ্গলবার বিকালে হাবড়া বিধানসভার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের কর্মীদেরকে নিয়ে সাংগঠনিক কর্মীসভা করার পাশাপাশি এ কথা বললেন হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/03/RAJASTHAN-ADDS.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/03/carbazar-ad-1024x853-1.jpg)
মহিলাদের সম্মান জানিয়ে জ্যোতিপ্রিয় এদিন বলেন, ‘মেয়েরা হচ্ছেন মায়ের জাত। আমিও এক মহিলার পেট থেকে জন্মেছি। মেয়েদের কাছে আমরা মাথা নত করি। মহিলাদের সুরক্ষার পাশাপাশি সব ধরনের সুবিধা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/03/AD-DEY-INTERNATIONAL01-scaled.jpg)
আচ্ছা আপনারা মায়েরা বলুন তো, গত দশবছরে আপনার এলাকায় কতটা শান্তি প্রতিষ্ঠা হয়েছে? আপনারা মায়েরা রাতে কোন পুরুষ ছাড়াই বাড়ি থেকে গলায় সোনার হার, হাতে বালা, কানে দুল পরে বিয়ে বাড়ি থেকে একা বাড়ি ফিরবেন। আপনাদের পাহারাদারের নাম জ্যোতিপ্রিয় মল্লিক। গত দশ বছর ধরে আপনাদেরকে এইভাবেই আমি পাহারা দিয়ে এসেছি। গোটা হাবড়া এলাকা জুড়ে আমি আপনাদের আশীর্বাদ নিয়ে কতটা উন্নয়নের কাজ করেছি, সেটা আপনারাই বিচার করবেন। যদি আপনারা আগামীদিনে বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী, সবুজসাথীর সুবিধা পেতে চান, তাহলে আমাদের সমর্থন করুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/03/Tailors-niva-scaled.jpg)
ওরা যদি কোন রকমে ক্ষমতায় আসে তাহলে এই সব প্রকল্প বন্ধ করে দেবে। আপনারাই এবার বিচার করুন।’
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/03/arka-music-house-add-1024x427-1.jpg)