দেশের সময় ওয়েবডেস্কঃ আধুনিক ভারতের ট্রেন–১৮র নামকরণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রবিবার সাংবাদিক বৈঠক করে রেলমন্ত্রী ঘোষণা করেছেন ট্রেন–১৮র নাম হবে বন্দে ভারত এক্সপ্রেস। একেবারে দেশীয় ইঞ্জিনিয়াররা এই ট্রেনটি তৈরি করেছেন। মাত্র ১৮ মাস সময় লেগেছে এটি তৈরি করতে সেকারণেই প্রথমে ট্রেন–১৮ বলা হচ্ছিল। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলবে। দেশীয় প্রযুক্তিতেও যে আন্তর্জাতিক মানের ট্রেন তৈরি করা সম্ভব তার উদাহরণ তৈরি করতেই এর নির্মাণ।
শতাব্দী এবং রাজধানীর থেকেও দ্রুত গতি সম্পন্ন এই ট্রেন মোদির মেক ইন ইন্ডিয়ার অন্যতম প্রোজেক্ট বলে মনে করা হচ্ছে। দিল্লি থেকে বারাণসী ৭৫৫ কিলোমিটার রাস্তা আট ঘণ্টার মধ্যে পার করবে এই ট্রেন। মাঝে শুধু প্রয়াগরাজ এবং কানপুরে থামবে ট্রেনটি। শতাব্দী এবং রাজধানীর মতো দ্রুত গতির ট্রেন এই রাস্তা সফর করতে সাড়ে ১১ ঘণ্টা সময় নেয়। সেকারণেই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়াও রাজধানী শতাব্দীর তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বেশি রাখা হয়েছে বলে জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷