দেশের সময় ওয়েবডেস্কঃ দুদল বন্দিদের মধ্যে সংঘর্ষে শনিবার রণক্ষেত্র হয়ে উঠল দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। কোভিড–১৯–এর জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শনিবার থেকে বন্দিদের সঙ্গে তাদের পরিজনদের দেখাসাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বন্দিদের অভিযোগ, করোনাভাইরাস মোকাবিলায় সংশোধনাগারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তার উপর এই নিষেধাজ্ঞায় তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুরে সংশোধনাগারের ভিতর দুদল বন্দি নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে। অভিযোগ, গোলমালের মধ্যেই কয়েকজন বন্দি পালানোর চেষ্টা করলে পুলিশকর্মীরা তাদের বাধা দিতে গেলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
গন্ডগোলের খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলর। তাঁদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে বন্দিরা। বন্দিদের ছোড়া পাথরে জখম হন জেলর সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। সংশোধনাগারের ভিতর আগুন লাগিয়ে দেয় বন্দিরা। পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংশোধনাগারের মূল গেট বন্ধ করে তার সামনে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়।
খবর দেওয়া হয় দমকল, দমদম থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং ব্যারাকপুর কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সংশোধনাগারের ভিতরটা ধ্বংসস্তপে পরিনত হয়েছে,সংঘর্ষের জেরে৷ ছবি-কুমার বসু৷