বনগাঁ-চাকদহ রোডের দু’ধারে নির্বিচারে বৃক্ষনিধন! রাজ্যকে গাছ লাগিয়ে ছবি জমা করতে বলল আদালত

0
821

দেশের সময় ওয়েবডেস্কঃ নির্বিচারে বৃক্ষনিধনের বিরুদ্ধে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে বলল জাতীয় পরিবেশ আদালত। চাকদহ-বনগাঁ রোডের দু’ধারে গাছ কাটার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক পরিবেশকর্মী। সেই মামলার রায়েই একথা বলেছে আদালত।

মামলার রায়ে জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে, রাজ্য সরকারকে ওই রাস্তায় অবিলম্বে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপনের পর তার ছবি তুলে হলফনামা জমা করতে হবে আদালতে।

আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন মামলাকারী ও পরিবেশকর্মীরা। রাজ্য সরকারের সড়ক উন্নয়ন পর্ষদ আদালতকে জানিয়েছে, মোট ২৫ হাজার গাছ লাগানো হবে। ২০২২ সালের অগস্ট মাসের মধ্যেই এই সমস্ত গাছ লাগিয়ে ফেলার কাজ সম্পন্ন হয়ে যাবে।

মামলাকারীর অভিযোগ, চাকদহ-বনগাঁ রোডের দুই পাশে নির্বিচারে কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশের অত্যধিক ক্ষতি হচ্ছে। কোনও পারিশ্রমিক চাড়াই এই মামলা আদালতে লড়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস।

Previous articleNational Award winner Bishakh Jyoti: ‘ক্রান্তিদার্শি গুরুজি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন বনগাঁর বিশাখ জ্যোতি
Next articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here