বনগাঁয় ইছামতী নদীতে ভাসছে যুবকের মৃতদেহ, খুন না-কী আত্মহত্যার ঘটনা,তদন্তে নামল পুলিশ

0
1186

দেশের সময়: বৃহস্পতিবার সকালে বনগাঁ থানা সংলগ্ন ঘাটের কাছে ইছামতি নদীতে এক বেক্তির দেহ ভাসছে দেখতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক স্থানীয় বাসিন্দা বনগাঁ থানা লাগোয়া নদীর ঘাটের কাছের বাগানে ফুল তুলতে এসে তিনি দেখতে পান এক ইছামতী নদীতে একজন মানুষের দেহ ভাসছে। তাঁর সন্দেহ হওয়ায় তিনি কয়েকজন প্রতিবেশীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। দূর থেকে দেখে তাঁরাও মনে করেন যে, সেটি কোন মানুষেরই দেহ। এরপরই আরও একদল মানুষ এই ঘাটেই প্রতিমা বিসর্জন দিতে এসে একই দৃশ্য দেখেন, তাঁরা জলের কাছে এগিয়ে গিয়ে দেখতেই নিশ্চিত হন, ভাসমান দেহটি একজন যুবকের। 

বনগাঁ থানার পুলিশ এই খবর পেয়ে নদীরঘাটে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায়। মৃতদেহের পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। তবে এখনও পর্যন্ত ওই মৃত যুবকের কোন পরিচয় জানা যায় নি। দেহটি কোথা থেকে এলো, এটি খুন না-কী আত্মহত্যার ঘটনা, পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে৷

Previous articleWeather Forecast : ব্যাপক বর্ষণের পূর্বাভাস উত্তরে, দক্ষিণেও হবে কী বৃষ্টি ?
Next articleমমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প রূপায়নে এবার বিজেপিও ! কেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here