বড়দিনের মেজাজে মাতল বনগাঁ, আনন্দ করুন, তবে মেনে চলুন কোভিডবিধি, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

0
647

পার্থ সারথি নন্দী, বনগাঁ: বছরের শেষে ছুটির মেজাজে আট থেকে আশি। বড়দিনের সকালে ছুটির আনন্দে বনগাঁ মণীষাঙ্গন থেকে যশোর রোডে নামল মানুষের ঢল। বনগাঁ শহরের বিভিন্ন হলিডে ডেস্টিনেশনে এখন উৎসবের মেজাজ।পারমাদন অভয়ারণ্যে হরিণের পদচারণা দেখতে সেখানেও উপচে পড়েছে ভিড়।

বড়দিনের ছুটি প্রাণভরে উপভোগ করতে পেরে সবথেকে খুশি অবশ্যই কচিকাঁচারা। বনগাঁ জুড়ে সকাল থেকেই এদিন পিকনিকের মেজাজ, পরিবার নিয়ে খাওয়া দাওয়া। এবার শীতে পারমাদনে এসেছে নতুন অতিথি পাখী। তাদের চালচলন, হাবভাব দেখতে ভিড় জমাচ্ছে কচিকাঁচারা।বনগাঁ মহকুমার বিভিন্ন পার্কের পরিস্থিতিও একইরকম। সেখানেও সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। সকলকেই বিভিন্ন রাইডের মজা নিতে দেখা যাচ্ছে। এদিকে ছুটির দিনে শীতের আমেজ যথারীতি অব্যাহত।

প্রতি বারের মতো এ বারও ২৪ ডিসেম্বর মধ্যরাতে গির্জায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপাসনা করলেন। তার পর টুইটে লিখলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আনন্দ করুন। তবে মেনে চলুন কোভিডবিধি।

এ বার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

গত ২০ ডিসেম্বর পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন মমতা। ইতিমধ্যেই বড়দিনের উৎসবে মেতে উঠেছে মহানগরী। তবে মুখ্যমন্ত্রী এর মধ্যেই কোভিডবিধি মেনে চলার বার্তা দিলেন সকলের জন্য৷

বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান শনিবার বিকেল চারটের পর গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হবে সেন্ট জোশেফ গীর্জা থেকে বি,এস,এফ,ক্যাম্প মোড় পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। চাকদা রোডের রবীন্দ্র মূর্তি থেকে মতিগঞ্জ,বাটা মোড় এলাকা গুলির রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে বিবিশেষ ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন৷

বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় থেকে ছয়ঘরিযা গীর্জা পর্যন্ত যশোর রোডের দু’ধারে সাজানো হয়েছে আলোয়। ভিড় সামলাতে বনগাঁ পুরসভার কর্মী এবং পুলিশ প্রশাসন এক যোগে রাস্তায় টহল দিচ্ছে৷

এদিন গীর্জায় সকাল থেকে ভিড় করছেন উৎসব প্রিয় মানুষ। সব মিলিয়ে শহর বনগাঁ এখন অন্য শহর কে টেক্কা দিয়ে বড়দিনের উৎসবে জাতীয় শহরের মাইলস্টোন৷

Previous articleChristmas Tree: পার্কস্ট্রিটে বড়দিনের আকর্ষণ ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি ,দেখা মিলবে হুডখোলা দোতলা বাস
Next articleটবের কলাগাছ,বেলগাছ পুজোর পর ফুল-মালা দিয়ে পুজো কমিটিই তৈরি করুক কম্পোস্ট কুয়ো:
ড. কল্যাণ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here