‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫ গৌরবোজ্জ্বল সম্মাননায় ভূষিত ১৯ জন কৃতী পুরুষ

0
22
প্রলয় চ্যাটার্জি, দেশের সময়

‘বসাক ইন্টিরিয়র’ নিবেদিত এবং ‘রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত দ্বিতীয় বর্ষের ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ২০ এপ্রিল, ২০২৫, কলকাতার ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (ICCR) -এর বিশিষ্ট প্রাঙ্গণে।

এই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানা ক্ষেত্রের উজ্জ্বল গুণী ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার)-এর উপস্থিতি ও তাঁর নিজ হাতে সম্মাননা প্রদান।

উল্লেখযোগ্যভাবে, বিশিষ্ট চিত্র পরিচালক মৃণাল চক্রবর্তী এবং জনপ্রিয় রেডিও জকি রাজা-র উপস্থিতিতে ১৯ জন স্ব-স্ব ক্ষেত্রে বিশিষ্ট কৃতী পুরুষদের হাতে সম্মান তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ শেষে যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার) বলেন,”নিজ হাতে এত গুণী মানুষদের সম্মান জানাতে পেরে আমি সত্যিই কৃতার্থ। তাঁদের কাজ আমাদের সমাজের গর্ব।”

তাঁর আন্তরিক উপস্থিতি এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে।

Previous articlePope Francis Passes Away: ৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস, ভিডিয়োবার্তায় জানাল ভ্যাটিক্যান,বিশ্বজুড়ে শোকের ছায়া
Next articleSourav Ganguly Leaves Zee Bangla’s ‘Dadagiri’, Signs Rs 125 Crore Contract With Star Jalsha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here