ফের সোনার দোকানে চুরির ঘটনা ঘটল বনগাঁয়

0
1670

দেশের সময় ওয়েব ডেস্কঃ ফের সোনার দোকানে চুরির ঘটনা ঘটল বনগাঁয়। এবারেও ৩৫নং জাতীয় সড়কের ধারের দোকান কে টার্গেট করে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বনগাঁ টাউন মার্কেট এলাকার শান্তি জুয়েলার্সে। সকালে কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের পেছনের জানালা ভাঙ্গা। তখনই তাদের সন্দেহ হয।় এর পরে তারা ভেতরে ঢুকে দেখেন দোকানের সিন্দুক ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। তখনই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে দোকানে দুষ্কৃতী হামলা হয়েছে ।

খবর দেওয়া হয় দোকানের মালিক তপন দে কে। খবর যায়় বনগাঁ থানায়৷ পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে কত টাকার জিনিসপত্র খোয়া গেছে তা এখনো পরিষ্কার নয়। উল্লেখ্য সাম্প্রতিককালে একাধিক সোনার দোকান এবং অন্যান্য দোকানে চুরির পাশাপাশি বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশি দুষ্কৃতীদের কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নতুন করে বেশ কিছু এলাকায় বাংলাদেশীদের ঘোরাফেরা নজরে আসছে। এ ব্যাপারে প্রশাসনকে আরও বেশি উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleবারাকপুরে প্রার্থী দীনেশই, বিজেপি-তে যাচ্ছে কি অর্জুন?
Next articleরিলিজ করলো ভিঞ্চি দা’র ট্রেলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here