রাওয়ালপিণ্ডিতে ভেঙে পড়ল পাকিস্তানের সেনা বিমান। মৃত্যু হয়েছে ১৭ জনের। বিমানের ৫ ক্রু ছাড়াও প্রাণ গিয়েছে ১২ জন সাধারণ মানুষের। আহত হয়েছেন আরও ১২ জন সাধারণ মানুষ।
এক নজরে:
- রাওয়ালপিণ্ডিতে ভেঙে পড়ল পাকিস্তানের সেনা বিমান। মৃত্যু হয়েছে ১৭ জনের।
- বিমানের ৫ ক্রু ছাড়াও প্রাণ গিয়েছে ১২ জন সাধারণ মানুষের। আহত হয়েছেন আরও ১২ জন সাধারণ মানুষ।
- বিমান ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।
পাক সেনার সংযোগ শাখার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে রাওয়ালপিণ্ডির গ্যারিসন সিটির উপর ভেঙে পড়ে পাক সেনার প্রশিক্ষণের বিমানটি। ভেঙে পড়ার পরই তাতে আগুন ধরে যায়। দমকল ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন তত্পরতায় অভিযান চালায়। সেনার সঙ্গে উদ্ধারে হাত লাগায় সাধারণ মানুষও। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তবে বিমান ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।