পেট্রাপোল সীমান্তে ৮ লক্ষ ৫০ হাজার রিয়াল উদ্ধার, ধৃত ট্রাক চালক ও খালাসী

0
560

দেশের সময় : পেট্রাপোলে ৮ লক্ষ ৫০ হাজার রিয়াল সহ ট্রাক চালক ও খালাসীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো বিএসএফ ১৭৯ ব্যাটেলিয়ান ৷

শনিবার বাংলাদেশে পণ্য খালি করে ট্রাক নিয়ে এদেশে ফেরার সময় পেট্রাপোল স্থলবন্দরের কর্তব্যরত ১৭৯ ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা তল্লাশি করে অবৈধভাবে ১ লক্ষ ৫০ হাজার রিয়াল উদ্ধার করে । উদ্ধার হওয়া রিয়ালের ভারতীয় মূল্য (১ কোটি ৬৮ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা )বলে জানাগিয়েছে বিএসএফ সূত্রে। ধৃত ট্রাক চালক বাকি বিল্লা সহজি ও খালাসী সাহাজী হোসেন মন্ডল এবং উদ্ধার হওয়া রিয়াল (১ কোটি ৬৮ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা ) পেট্রাপোল থানার হাতে তুলে দেয় বিএসএফ । ধৃতদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ । দেখুন ভিডিও:

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleগোবরডাঙ্গার রবীন্দ্রনাট্য সংস্থার ২০ তম রাখি বন্ধন উৎসব ২o২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here