পুলিৎজার পেলেন ভারতীয় পাঁচ চিত্র-সাংবাদিক!তাঁদের তিন জন প্রাণের ঝুঁকি নিয়ে অবরুদ্ধ কাশ্মীরের ছবি তুলেছিলেন

0
605

দেশেরসময় ওয়েবডেস্কঃ সাংবাদিকতার জগতে ভারত আবার শ্রেষ্ঠত্বের শিরোপা পেল। গত বছরে প্রায় তিন মাস অবরুদ্ধ ছিল কাশ্মীরের জনজীবন। সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল উপত্যকার। কিন্তু সেই পরিস্থিতিতেও রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে কাশ্মীরের পরিস্থিতিকে সকলের সামনে তুলে ধরেছিলেন তাঁরা। অ্যাসোসিয়েট প্রেসের এই তিন চিত্রসাংবাদিক পেলেন সাংবাদিকতা জগতের শ্রেষ্ঠ পুরস্কার, পুলিৎজার।

স্বাধীনতার পর থেকে বারবারই কাশ্মীর নানা সমস্যার সম্মুখীন হয়েছে। দৈনন্দিন জীবন সেখানে অনেক সাধারণ মানুষের জন্যই বেশ দুঃসহ। গত বছরের মাঝামাঝি সংসদের অধিবেশনে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত হওয়ার পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। সিদ্ধান্ত ঘোষণার আগেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। বিচ্ছিন্ন করে দেওয়া হয় সমস্ত যোগাযোগ ব্যবস্থাও। এর পরে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ দোকানপাট সব কিছু। গোটা বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় ভূস্বর্গ। সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন।

এই পরিস্থিতিতেও সমস্ত রকম বাধা উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে বহু কষ্টে গোটা কাশ্মীরের চিত্রটাকে সকলের সামনে এনেছিলেন কয়েক জন আলোকচিত্রী ও সাংবাদিক। তাঁদের মধ্যে অন্যতম অ্যাসোসিয়েট প্রেসে কর্মরত চান্নি আনন্দ, মুখতার আহমেদ ও দার ইয়াসিন। ফিচার ছবির বিভাগে এই তিন সাংবাদিকই পেলেন পুলিৎজার পুরস্কার।

কাশ্মীরে তখন জারি ছিল এক অলিখিত লকডাউন। ক্যামেরা হাতে কাজ করা খুব কঠিন ছিল। কখনও কখনও অপরিচিত মানুষের বাড়িতে রাত কাটাতে হয়েছে, কখনও সবজির ব্যাগের মধ্যে ক্যামেরা লুকিয়ে কাজ চালাতে হয়েছে। এরকমই নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তাঁদের কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন দার ইয়াসিন। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই তাঁদের অনেক বেশি প্রত্যয়ী করে তুলেছিল বলেও জানান চান্নি আনন্দ।

অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যনির্বাহী সম্পাদক স্যালি বুজবি বলেছেন, এই পুরস্কার আসলে দার, মুখতার, চান্নি এবং অন্যান্যদের দক্ষতা, সাহসিকতা এবং দলবদ্ধ হয়ে কাজ করার ফলাফল।

মুখতার আহমেদ জানান, সে সময়ে কাশ্মীরের ছবি তোলা থেকেও, ছবিগুলি কাশ্মীরের বাইরে পাঠানোই রীতিমতো চ্যালেঞ্জ ছিল তাঁদের জন্য। বিভিন্ন লোক মারফত তাঁরা তাঁদের মেমোরি কার্ড এবং ড্রাইভ গুলি কোনও রকমে দিল্লির অ্যাসোসিয়েট প্রেস অফিসে পাঠাতেন। অত্যন্ত কঠিন এবং ধৈর্য্যসাপেক্ষ ছিল সেই কাজটি। কিন্তু তাঁরা পেরেছেন পেশাগত দায়বদ্ধতা ও আন্তরিকতার জোরেই। তারই ফল মিলেছে সোমবার পুলিৎজার পুরস্কারের মঞ্চে।

সোমবার পুলিৎজার পুরস্কার ঘোষণার অনুষ্ঠান এবার ইউটিউব লাইভের মাধ্যমে করা হয়। কারণ লকডাউনে জীবন স্তব্ধ মানুষের। ভারতের জন্য এই সুখবর আসে তখনই। তবে এই তালিকায় দার, চান্নি, মুখতার ছাড়াও আছেন আরও দুই ভারতীয় চিত্র-সাংবাদিক, আদনান আবিদী ও অনুশ্রী ফড়নবিশ। হংকংয়ের প্রতিবাদের ছবির জন্য রয়টার্সের যে ফোটোগ্রাফাররা ‘ব্রেকিং নিউজ’ বিভাগে পুলিৎজার পেয়েছেন, সেই তালিকাতেও আছেন তাঁরা।

এই পাঁচ ভারতীয় চিত্র সাংবাদিক সংবাদের জগতে শ্রেষ্ঠ পুরস্কার এনে আবারও ভারতের নাম উজ্জ্বল করল।দেখুন তাঁদের তোলা আরও ছবি।

Previous articleআজ থেকে ৭০ শতাংশ দাম বাড়ল মদের! ভিড় ঠেকাতে ও আয় বাড়াতে ‘বিশেষ করোনা ফি’, ঘোষণা কেজরিওয়াল সরকারের
Next articleমেগা এয়ারলিফট: ৬৪ বিমানে ১৩ দেশ থেকে প্রায় ১৫ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনার ব্লু-প্রিন্ট তৈরি কেন্দ্রের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here