পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি

0
522

দেশের সময় ওয়েব ডেস্কঃ নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি পিছিয়ে গেল। ফাঁসি দেওয়া যাবে না ২২ জানুয়ারি। রায় দিল দিল্লি হাইকোর্ট। দোষীদের আরও অন্তত ১৪ দিন সময় দিতে হবে। উল্লেখ্যে, দিল্লির বিশেষ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি ৪ দোষীর ফাঁসি দিতে হবে। এর পর সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানিয়েছিল দুই অভিযুক্ত। সেই আর্জি খারিজ হওয়ার পর দিল্লি হাইকোর্টে দিল্লির নিম্ন আদালতের ওই মৃত্যু পরোয়ানার রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে মুকেশ সিংহ। এদিন সেই মামলাতেই রায় জানাল দিল্লি হাইকোর্ট।


২২ জানু্য়ারি নির্ভয়া কাণ্ডের চার দোষীর ফাঁসি হচ্ছে না। এমনটাই জানিয়ে দিলেন সরকারি আইনজীবী। দিল্লি হাইকোর্টে ফের নির্ভয়া মামলার শুনানি শুরু হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী মুকেশ। খবর মিলেছে, মুকেশের প্রাণভিক্ষার আর্জিতে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি রাষ্ট্রপতি। সরকারি আইনজীবীর বক্তব্য, রাষ্ট্রপতি সমর্থন দিলে তার ১৪ দিনের মাথায় ফাঁসি দেওয়া যায়। যেহেতু রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্তই নেননি, তাই এখনই দোষীকে ফাঁসি দেওয়া যাবে না। এই মর্মে ফের দিল্লি হাইকোর্টে নির্ভয়া কাণ্ডে ফের শুরু হয়েছে শুনানি।


সম্প্রতি নির্ভয়া কাণ্ডের চার দোষীকে ফাঁস সাজা শুনিয়েছিল কোর্ট। বারবার কোর্টের কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েও কাজ হয়। শেষে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে অন্যতম অভিযুক্ত মুকেশ। সেই আর্জির এখনও কোনও জবাব আসেনি রাষ্ট্পতির কাছ থেকে।

Previous articleDaily Shot🔘Mounted Police horses are in love
Next articleরাশি ফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here