দেশে দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে, মৃত্যু হাজারের নীচেই , বাংলায় বাড়ল সুস্থতার হার, কমছে সংক্রমণও

0
450

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নীচে নামল৷কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।

মঙ্গলবারও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হল ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের।

কিছুটা শিথিল করে বিধিনিষেধের মেয়াদ ১৫ জুলাই অবধি বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে রাজ্যের করোনা পরিস্থিতি আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী করোনা সংক্রমণ। তবে সামান্য বেড়েছে মৃত্যু। বেড়েছে সুস্থতার হারও। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমিত হয়েছেন ১,৭৬১ জন। দৈনিক সংক্রমণের শীর্ষে থেকে যাচ্ছে উত্তর ২৪ পরগণা। এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮৬ জন। দ্বিতীয় স্থানে ফের উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত ১৬৩ জন। তৃতীয় স্থানে দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন করে। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১১৫ জন। উত্তরবঙ্গের করোনা গ্রাফ নিম্নমুখী হলেও দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। 

এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৬,৭১০। একদিনে করোনায় মারা গেছেন ৩২ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগণার। ৭ জন কলকাতার। দক্ষিণ ২৪ পরগণায় মৃত ৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭,৬৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,০৩৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থ ১৪,৫৭,৪৮৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। 

Previous articleDaily Horoscope: কোন রাশির জাতকদের কেমন যাবে আজকের দিন দেখুন রাশিফল
Next articleতিন মাসের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক ! নবান্নের কড়া নির্দেশ গেল জেলাগুলিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here