দেশের ‌স্বাধীনতা বিপদের মুখে দাঁড়িয়ে মমতা

0
539

দেশের সময় ওয়েবডেস্কঃ মানুষকে দেশ থেকে উৎখাত করার চেষ্টা করছে বিজেপি। বিজেপিকে হঠাতে জোট বাঁধুন। সোমবার পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া গ্রাউন্ড থেকে এনআরসি–সিএএ প্রতিবাদ মিছিল শুরুর আগে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে সিএএ–এনআরসি–র বিরুদ্ধে তাঁর আন্দোলনকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে মমতা বলেছেন, ‘‌দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে দাঁড়িয়ে।’


রবিবার ঝাড়খণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন তিনি। রাঁচি থেকেই সরাসরি রবিবার বিকেলে পুরুলিয়া পৌঁছন মুখ্যমন্ত্রী। এদিন ঝাড়খণ্ড ভোটের ফলাফল উল্লেখ করে জনতার কাছে তাঁর আবেদন, ‘‌ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে সরিয়ে দিয়েছে। আমি সবার কাছে আবেদন করছি, বিজেপিকে একা করতে একজোট হন। সারা দেশ থেকে বিজেপিকেই সরে যেতে হবে।’

এদিনও ফের এনআরসি–সিএএ–র বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‌আন্দোলনে জড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। আন্দোলনকারী পড়ুয়াদের নির্যাতন করা হচ্ছে।’‌ রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর ফের আশ্বাস, পশ্চিমবঙ্গে তাঁর সরকার এনআরসি করতে দেবে না।

তিনি বলেছেন, ‘‌কাউকে দেশছাড়া করার অধিকার নেই বিজেপির।’ তবে ভোটার লিস্টে সবাইকে নির্ভুল নাম–ঠিকানা তুলতে এদিনও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


এদিন কাঁসর বাজাতে বাজাতে মিছিল শুরু করেন মমতা। মোট পাঁচ কিলোমিটার মিছিল করবেন তিনি। মমতার সঙ্গে তৃণমূল নেতা, কর্মী, সমর্থক ছাড়াও পা মেলান অনেক সাধারণ মানুষ। এবার লোকসভা ভোটে পুরুলিয়ায় তৃণমূল আসন না পেলেও এদিন মমতাকে দেখতে কিন্তু রাস্তার দুপাশে ভিড় ভেঙে পড়ে।

Previous articleDaily Shot🔘
Next articleবর্ষশেষের দিনটি কোন রাশির জন্য কেমন জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here