দেশের কবিতা:অভ্যন্তরীন প্রেম
জহির খান

0
698

অভ্যন্তরীন প্রেম
জহির খান

খুব দূরে খুব করে বসে থাকে পোষা কুকুর
মাছের কাঁটায় তখন বিড়ালের ঠোঁটে চোট
কোলাহলে মেতে পাতিহাঁসের ছানা- পোনা
সদর উঠোন জুড়ে হাসে সোনালী রোদেরা
ভাব করে হেঁটে যায় কোমল ভেষজ শরীর
টেরাচোখ ফেরানোটা বড় দায় হয়ে পড়ছে

আর
বারান্দায় বসে এক কোকিল বসন্তের ভোর
কামভাব ছলাকলায় পিনিক উঠায় জিহ্বায়

অথচ
উষ্ণ বৌ এর গায়ের গন্ধে মাতোয়ারা দুপুর
এই-সব প্রেমে পোয়াতি হয় বিকেলের গান

সু সন্ধ্যা লজ্জায় মুখ লুকায় প্রতিবেশী ঢেরায়
এখন নিবোর্ধ রাত সুরা পান করে পাহাড়ে উঠে


লেখা পাঠানোর ঠিকানা:- দেশ এর গল্প/কবিতা- ইমেল: deshersamay@gmail.com

Previous articleফাগুনের শুরুতেই শীতের বিদায়ঘণ্টা বেজেছে! হিমেল হাওয়া থাকলেও ধীরে ধীরে চড়বে পারদ
Next articleমমতা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যেতেই ঢুকল সিবিআই, জেরা শুরু রুজিরাকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here