দেশেই ভ্যাকসিন তৈরি হয়েছে,প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
967

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকালেই অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের গবেষকদের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, প্রত্যেক ভারতীয়র কাছে এটা অত্যন্ত গর্বের যে, ভারতেই ভ্যাকসিন তৈরি হয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, “যে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই দুটিই ভারতে তৈরি হয়েছে। এটা প্রতিটি ভারতীয়র কাছে খুবই গর্বের বিষয়”। প্রধানমন্ত্রীর কথায়, “আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের বৈজ্ঞানিক সমাজ কতটা আগ্রহী ও উৎসাহী তা এতেই প্রমাণিত।”

গতকালই সারা দেশজুড়ে কোভিডের টিকাকরণের মহড়া হয়েছে। এদিনই ভ্যাকসিনে ছাড়পত্র মিলে গেল। রবিবার আরও একবার দেশের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাইকর্মীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

Previous articleঅমিত শাহ ঠাকুরনগর আসার আগেই বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করে মতুয়া ভোট টানতে নয়া চাল বিজেপি’র
Next articleএকুশে সংখ্যালঘু মহাজোটের চেষ্টা : ওয়াইসি-আব্বাস সিদ্দিকি বৈঠক, কপালে ভাঁজ তৃণমূলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here