দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে উন্মাদনা বনগাঁয়:মৌ বিশ্বাস:

0
595

দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে উন্মাদনা বনগাঁয় :মৌ বিশ্বাস,বনগাঁ, দেশের সময়ঃ
এই প্রথম কলকাতার আদলে বনগাঁ শহরেও দুর্গা প্রতিমা নিরঞ্জন কে ঘিরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা বনগাঁ পৌরসভা। সহযোগিতায় বনগাঁ পুলিশ প্রশাসন। ২২ অক্টোবর সোমবার এই কার্নিভাল হবে। শহরের বড় বাজেটের পুজো উদ্যোক্তারা মূলত এই কার্নিভালে অংশ নেবে। অভিযান সংঘের মাঠ থেকে যশোর রোড ধরে বাটার মোড়, বিএস ক্যাম্পের মোড়, মিলিটারি রোড, মতিগঞ্জ হয়ে থানার ঘাটে শেষ হবে এই শোভাযাত্রা। দর্শনার্থীদের সুবিধার জন্য বাটার মোড়, বিএস ক‍্যাম্প মোড় এবং মতিগঞ্জ মোড়ে বিশেষ বসার ব্যবস্থা করা হয়েছে। এসডিপিও অনিল রায় জানান, এই কার্নিভালে যে পুজো কমিটিই অংশ নেবে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতামূলক এই শোভাযাত্রায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫০,৪০ এবং ২৫ হাজার টাকা করে নগদ পুরস্কার দেয়া হবে। এই কার্নিভালকে ঘিরে ইতিমধ্যেই বনগাঁ শহরে এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। বনগাঁ পুরসভার পুরপ্রধান বলেন “বনগাঁ উৎসবের শহর” এখানে সুস্থ সম্প্রীতির ছবিতে মোড়া থাকে সারা বছর এই শহরের ক্যানভাস।দুর্গা মায়ের বিদায়কে সাক্ষী রাখতে কোমর বেঁধে লেগে পড়েছেন স্থানীয় মানুষ৷ দর্শনার্থীদের জন্য যশোর রোড সহ,মিলিটরি রোড এবং চাকদা রোডের দু-পাশে বসার জন্য সুব্যাবস্থা করা হয়েছে৷ থাকছে মেডিকেল টিম!দুর্ঘট না এড়াতে,দমকল সহ পুলিশ প্রশাসন কড়া নজর রাখবেন গোপন ক্যামেরায়৷ সকল ধর্মের মানুষের জন্য অবারিত দ্বার বনগাঁর কার্নিভালে। রবিবার সকাল থেকে কার্নিভাল এর প্রস্তুতি দেখতে ভিড় করছেন অনেকে৷ -দেশের সময়ঃ

Previous article“দূর হোক সাম্প্রদায়িক ভেদ:” সম্পাদকীয়: দেশের সময়ঃ
Next articleThe Golden Photo Contest winner prizes Distribution (September 201৪) by- Desher Samay:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here