দু’দিনের সফর: ৬ নভেম্বর বাংলায় আসছেন জেপি নড্ডা

0
500

দেশেরসময় ওয়েবডেস্কঃ ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তাই দিন পনেরোর ব্যবধানে ফের এ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বুধবার বিজেপির দলীয় একটি সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন গোছাতেই দু’দিনে সফরে পশ্চিমবঙ্গে আসছেন জেপি নড্ডা। এর আগে ১৯ অক্টোবর উত্তরবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির জাতীয় সভাপতি। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবে রাজ্যে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার দিলীপ ঘোষ জানান, দু-দিনের সফরে ৬-৭ নভেম্বর পশ্চিমবঙ্গে আসছেন জেপি নড্ডাজি। সাংগঠনিক বিষয় দেখতে কলকাতা ছাড়াও তিনি জেলাগুলিতে ঘুরবেন। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বিজেপি লোকসভায় সাফল্য পেয়েছিল, নড্ডার এ বারের সভায় সেই জেলাগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ৬ নভেম্বর বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, পুরুলিয়া ও বাঁকুড়া– এই ৫ জেলার সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন নড্ডা। ৭ নভেম্বর জঙ্গলমহল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির সাংগঠনিক প্রতিনিধিদেরও ডেকে নিতে পারেন। ৬ নভেম্বর বিজেপি কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বার্তাও দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একটি সূত্রে খবর, জেপি নড্ডার দক্ষিণবঙ্গ সফরে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় তাঁর সঙ্গী হবেন।

১৯ অক্টোবর বিজেপির সর্বভারতীয় সভাপতি একদিনের সফরে উত্তরবঙ্গের শিলিগুড়িতে এসেছিলেন। শিলিগুড়িতে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, ‘করোনা অতিমারীর জেরে সিএএ রূপায়ণে বিলম্বিত হয়েছে। তবে, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কাজ শুরু হয়েছে। এটা (সিএএ) শিগগির কার্যকর করা হবে। আপনারা সকলে সংশোধিত নাগরিকত্ব আইনের উপকার পাবেন। সংসদে এটা পাস হয়েছে। আমরা এটার প্রতি দায়বদ্ধ।’

রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ২৪০টি রয়েছে দক্ষিণবঙ্গে। লোকসভা নির্বাচনের ফলের হিসেবে উত্তরবঙ্গের ২৪০টি আসনের মধ্যে ৯৩টিতে এগিয়ে বিজেপি। গত কয়েক বছরে রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে। লোকসভায় রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি পেয়েছে বিজেপি। এর মধ্যে দক্ষিণবঙ্গে ৩৪টি আসনের মধ্যে ১১টির দখল নেয় বিজেপি। উত্তরবঙ্গ সফরে নড্ডা দাবি করেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিজেপিই সরকার গঠন করবে। এ বার দক্ষিণবঙ্গ সফরে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন, সেটাই দেখার।

এদিকে, জে পি নড্ডা যখন দক্ষিণবঙ্গ সফর করবেন, তখন উত্তরবঙ্গে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই দার্জিলিঙে যাবেন রাজ্যপাল। শোনা যাচ্ছে, পুরো নভেম্বর মাস তিনি উত্তরবঙ্গে থাকবেন। মাসজুড়ে উত্তরবঙ্গে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।

সূত্রের খবর,আগামী বছর এপ্রিল-মে নাগাদ বাংলায় বিধানসভা নির্বাচন হতে পারে।

Previous articleএবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ
Next articleআজকের রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here